• জয় রে জয় বৃষভানু-কন্যা
    জয় রে জয় বৃষভানু-কন্যা। ডালে বসি ডাকে সারি প্রেমে বহে বন্যা।। সারি বলে ওহে শুক তোমার কৃষ্ণ কালো। আমাদের শ্রীরাধার রূপে জগত করে আলো।। শুক বলে আমার কৃষ্ণ মদনমোহন। সারি কহে আমার রাইয়ের সঙ্গে যতক্ষণ।। শুক বলে আমার কৃষ্ণ করে ধরে গিরি। সারি বলে আমার রাধা হৃদে ধরে গিরিধারি।। শুক বলে আমার কৃষ্ণ সুখ-সিন্ধু-সার। সারি […] keyboard_arrow_right
  • জয় শচীনন্দন কর অবধান
    জয় শচীনন্দন কর অবধান। ভোজন-মন্দিরে প্রভু করল পয়ান।। বসিতে আসন দিল রত্ন সিংহাসনে। শীতল জলেতে প্রভুর ধোয়াইল চরণে।। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। আনন্দে ভোজন করনে চৈতন্য গোসাঞি।। অদ্বৈত ঘরণি আর শান্তিপুর নারি। উলু উলু জয় দিয়া প্রভু-মুখ হেরি।। ছয় গোসাঞি বলিলেন দ্বাদশ-গোপালে।। অষ্ট কবিরাজ আর মহান্ত সকলে।। শাক শুকতা ভাজি আর লফরা ব্যঞ্জন। যাহা […] keyboard_arrow_right
  • তবে ভগবতি বলে শীঘ্রগতি
    তবে ভগবতি বলে শীঘ্রগতি চল বেলা গেল বয়্যা। চলে গোপীগণ হরষিত মন যতনে উথারি লয়্যা।। ভুক্ত ভানু শেষ কদলি সন্দেশ তণ্ডুল কুসুম-মালা। কুটিলার ভয় নৈবেদ্য সঞ্চয় যতনে সাজায়ে থালা।। যেন পূর্ব্ববত শঙ্খ আদি যত ঘোর শব্দ হুলাহুলি। আগে ভগবতি মাঝে রসবতি পাশ গোপাঙ্গনা বলি।। দেবী ভগবতী গোপিকা সঙ্গতি মিলিলা জটিলা-বাস। কৃষ্ণ লীলাসিন্ধু তার এক বিন্দু […] keyboard_arrow_right
  • ত্রৈলোক্য-আধার কৃষ্ণ নন্দের নন্দন
    ত্রৈলোক্য-আধার কৃষ্ণ নন্দের নন্দন। কেমনে গোপিকাগণ সহিবে রমণ।। সহিতে না পারি গোপী মাগে পরিহার। নিবেদন করি হরি না কর বিহার।। সহজে রমণকেলি করহ গোঁয়ার। নাগর-সমাজে বড় হইবে খাঁখার।। আর মোর সাধ নাই শুনহ লম্পট। আজি সে বুঝিনু মোর বড়ই সঙ্কট।। ছাড় ছাড় লম্পট আমার নাহি কাজ। ভালে ভালে বলিতে কী খাইয়াছ লাজ।। তুমি মত্ত হস্তী […] keyboard_arrow_right
  • দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার
    দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার। মাতা পিতায় কহিও কুশল নমস্কার।। প্রবোধিয়ে কহিও বিশেষ বিবরণ। ব্রজপুরী তেজ্য হরি নহে কদাচন।। মিনতি কহিও আমার শ্রীরাধিকার পাশ। জন্মে জন্মে শ্রীরাধার আমি নিজ দাস।। অদ্যাপি ব্রজেতে আমি করিয়ে গমন। শ্রীরাধার দর্শন করিব সম্মিলন।। এতেক বলি যোই নন্দের নন্দনে। এ বোল শুনিয়া দূতি এলো বৃন্দাবনে।। দূতি অনুসরি ব্রজে আইল পীতবাস। […] keyboard_arrow_right
  • দেখ দেখি ওহে নাগর এস মোর কাছে
    দেখ দেখি ওহে নাগর এস মোর কাছে দোঁহে এক অঙ্গ হব বড় সাধ আছে।। এত বলি শ্যাম নাগর ধরিল রাধারে। সম্ভোগ মিলনে দোঁহে আলিঙ্গন করে।। সব সখিগণ দেয় জয় জয় ধ্বনি। আঁটিয়ে ধরহ নাগর রাধা বিনোদিনী ।। দাঁড়ায়ে ত্রিভঙ্গ হয়ে বাঁশি লয়ে মুখে। আপনা আপনি গুণ গান করে সুখে।। বৃন্দাবন মাঝে দোঁহার কেলি-বিলাস। যুগল চরণ […] keyboard_arrow_right
  • দেবি কহে জটিলারে শুনহ বচন
    দেবি কহে জটিলারে শুনহ বচন। নিশিতে দেখিছি হাম কঠিন স্বপন।। শ্যাম বামে বসিয়ে আছয়ে কমলিনী। ইহার মঙ্গল লাগি আইনু তখনি।। জটিলা প্রণাম করি কহে দেবি-পায়। যাহাতে মঙ্গল হয় করহ উপায়।। দেবি কহে আয়োজন করহ তুরিতে। দিনমণি পূজি রাধাকুণ্ডের তীরে।। অরুণপূজার আয়োজন দেওল রাণি। আঁখি ঠারি সুবলেরে কহে সুবদনি।। সুবল আইল তবে যমুনাক তীরে। রায়ের আনন্দ […] keyboard_arrow_right
  • দেরি রাই শ্যাম সাধি মনস্কাম
    দেরি রাই শ্যাম সাধি মনস্কাম আনন্দ হইল যত। অমরা উপাই তবে তাহা গাই মুখ হয় শত শত।। রাই হেনকালে বংশি বটতলে শিঙ্গা ধরি বিম্বাধরে। হারে রে রে ভাই কানাই কানাই বিষাণ শব্দ করে।। অমিয়া মিশাল কর্ণ-রসায়ন শুনি শিঙ্গা সান কানু। রাধাভাব ভাবি দাদা সহ জোরি উতরোল মন তনু।। রাধার নয়ান কটাক্ষ মোহন বন্ধন পিরিতি শ্যাম। […] keyboard_arrow_right
  • ননদি মোর কৃষ্ণ নিধি ভাবে যারে মহেশ বিধি
    ননদি মোর কৃষ্ণ নিধি ভাবে যারে মহেশ বিধি হেন নিধি চিনিলি না নয়নে। সমুদ্রে করিয়া বাস তবু না হলো বিশ্বাস পিয়াসাতে মরিলি পরাণে।। ননদি মোরে ছাড়ি দেহ মিথ্যা ধরিবে দেহ অগ্রগামী হয়েছে পরাণ। এত শুনি কুটিলে ক্রোধে অগ্নি হেন জ্বলে নিজ গৃহে করল পয়ান।। মন দুখে মৌন হয়ে লয়ে সহচরি। বৃন্দাবনে প্রবেশিলা রসের মঞ্জরি।। বিনোদ-বিহারী […] keyboard_arrow_right
  • নারীরূপ ধরি যদি যেতে পার শ্যাম
    নারীরূপ ধরি যদি যেতে পার শ্যাম। তবে সে ভাঙ্গিতে পারে মানিনীর মান।। নাগর কহত বৃন্দে ক্ষতি কিহে তায়। নাগরী বেশ তবে বনাহ আমায়।। নাগরে সাজায়ে দিল নাগরী বেশ। বেণী বনায়ল চাঁচর কেশ।। কুণ্ডল খুলি কর্ণে ফুল পরাইল। সীমন্তে সিন্দুরবিন্দু শোভা ভালে হইল।। কেশর মৃত্তিকা আনি মাখাইল অঙ্গে। স্বর্ণচুড়ি হাতে দিল কঙ্কণ সঙ্গে।। পয়োধর করি দিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ