ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সুবলে পাইয়া হরষিত বিনোদিনি
    সুবলে পাইয়া হরষিত বিনোদিনি। জিজ্ঞাসিলা যত কথা মধুরসবাণী।। ধনী কহে ওরে সুবল মোর নিবেদন। কি রূপে যাইব আমি কৈরাছি রন্ধন।। সুবল বোলয়ে ধনি মোর নিবেদন। মোর বেশ লৈয়া তুমি করহ গমন।। আপনার চূড়া সুবল দিল খসাইয়া। রাধার শিরেতে বান্ধে যতন করিয়া।। আভরণ রাখে সুবল করিয়া যতনে। গুঞ্জাহার মকরকুণ্ডল দিলা কানে।। সুবলের ধড়া রাই কটিতে পরিলা। […] keyboard_arrow_right
  • সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি
    সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি আইল এ গর্গমুনি। দেখি নন্দ * * হইল সন্তোস বাহির হইলা রাণি।। মুনিরে দেখিয়া করিলা প্রণাম ভূমেতে অষ্টাঙ্গ হয়্যা। মধু * * * * কহে পুনঃ পুনঃ দিলা কুসাসন লঞা।। বসি গর্গমুনি– “সুন নন্দরাণি, দেখিয়ে নন্দন তোর । * * * * * কি দেখিএ কেমত চিত সুখি হউ মোর।।” […] keyboard_arrow_right
  • সুমধুর মধুকর কোকিল কলরব
    সুমধুর মধুকর কোকিল কলরব সো ভেল ছরবন শেল। চন্দন গরল অনল ভেল সরসিজ চান্দ সূরজ ভৈ গেল।। মাধব ধনী কি সাতাওব চিত। পাপিনী বিরহিণী কো বিহি সিরজিল হিতহি ভেল বিপরীত।। জনম দিবস ভরি জীউ অধিক করি যাহে বাঢ়াওলি রাই। নিজ হিয় হোই সোই উচ-কুচ যুগ অনুখণ দগধই তাই।। নব কিশলয় শয়ন রতনময় অভরণ পরশত সব […] keyboard_arrow_right
  • সুরধুনীতীরে আজু গৌরকিশোর
    সুরধুনীতীরে আজু গৌরকিশোর। ঝুলন-রঙ্গরসে পহুঁ ভেল ভোর।। বিবিধ কুসুমে সভে রচই হিন্দোল। সব সহচরগণ আনন্দে বিভোল।। ঝুলয়ে গৌর পুন গদাধর সঙ্গ। তাহে কত উপজয়ে প্রেমতরঙ্গ।। মুকুন্দ মাধব বাসু হরিদাস মেলি। গাওত পূরুব রভসরস কেলি।। নদীয়ানগরে কহ ঐছে বিলাস। দাস রামানন্দ করত সোই আশ।। keyboard_arrow_right
  • সূর্জের নন্দিনী ধনী করপুটে কহে বাণী
    সূর্জের নন্দিনী ধনী করপুটে কহে বাণী “শুন, প্রভু জগত-ইশ্বর। মুই হয় কন ছার কিবা জানি সুবেভার জাহ তুমি গোকুল-নগর।। হাম সত্য ভাগ্যবতী সংসারে নাহিক কতি, জার পদ ধিআনে না পায়ে। সে জন আমার মাঝে গোকুল-নগরে সাজে মোরে কৃপা করিতে জুয়ায়ে।। তুমি দীনবন্ধু নাম অশেষ সুখের ধান পতিতপাবন নাম ধর। মোরো নীরে করি স্নান, জদি কর […] keyboard_arrow_right
  • সে হেন রসিক ফেলে রবি তথা
    “সে হেন রসিক ফেলে রবি তথা মলিন শ্রীমুখ চাঁদ। যেন সেই বিধু তাহে নাহি মধু কেবল বিষের ফাঁদ।। বিষের কাছেতে অমিয়া ঢলকে কেবল গরল সারা। যে দেখি তোমার চরিত আবার বিষম বিপাক ধারা।। হেন লয় মন শুনহ বচন এই সে বাসিএ ভাল। সে হেন নাগর তোমার হুতাশে বিরহে হয়্যাছে ঢল।। শীতল পঙ্কজ দল বিছাইয়া শয়ন […] keyboard_arrow_right
  • সে কেমন যুবতী কুলবতী সতী
    সে কেমন যুবতী কুলবতী সতী সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে নায়কে লুকাইয়া ভবনদী হয় পার।। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী নায়কে বাচিয়া লবে। তার অবছায়া পরশ করিলে পুরুষ-ধরম যাবে।। সে কেমন পুরুষ পরশ রতন সে বা কোন গুণে হয়। সাতের বাড়ীতে পাষাণ পড়িলে পরশ-পাষাণ হয়।। সাতের বাড়ীতে ক্ষীরোদ নদী নারায়ণ শুভ যোগ। সেই যোগেতে স্থাপন […] keyboard_arrow_right
  • সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া
    “সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া যে করে পরের প্রেম। পরিণামে পায় অতি পরাভব যেমত পঙ্কজ হেম।। তাহে কি বলিব সকল জানহ যার লাগি যেবা জিয়ে । সে কেনে নিদয়া নিঠুর হইয়া এতেক যাতনা দিয়ে।। তোমার মুরলী ডাকিল সুস্বরে আইল ধাইয়া বনে। তাহে হেন কর ওহে বাঁশীধর ফিরিয়া না চাহ কেনে।। তোমা হেন নিধি মিলাইল […] keyboard_arrow_right
  • সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া
    সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া যে করে পরের প্রেম। পরিণামে পায় এত পরাভব যেমত পঙ্কজ হেম।। তাহে কি বলিব সকল জানহ যার লাগি যেবা জীয়ে। সে কেনে নিদয়া নিঠুর হইয়া এতেক যাতনা দিয়ে।। তোমার মুরলী ডাকিল সুস্বরে আইনু ধাইয়া বনে। তাহে হেন কর ওহে বাঁশীধর ফিরিয়া না চাহ কেনে।। তোমা হেন নিধি মিলাইল বিধি […] keyboard_arrow_right
  • সে যে নাগর গুণের ধাম
    সে যে নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছয়ে বাণী। উলট করয়ে পানি।। কহিয়ে তোহারি রীতে। আন না বুঝিবি চিতে।। ধৈরয নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ