ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • অতি অগেয়ানী কুলের কামিনী
    অতি অগেয়ানী কুলের কামিনী সহজে আকুল-হিয়া। আঁখির ঠারে পাগল করিলে কি জানি কু মন্ত্র দিয়া।। শ্যাম বুঝিলুঁ তোমার ভাব। কুল-বৌহাড়ীরে ঘর ছাড়াইলে কি হবে তোমার লাভ।। কিসের রঙ্গে এত না ভঙ্গে অঙ্গ দোলাইয়া হাঁট। কথার ছলে ভিতরে পশিয়া পাঁজরে পাঁজরে কাট।। সদাই হাস লাজ না বাস না বুঝি তোমার কাজ। তব এই রীতে যত কুলবতীর […] keyboard_arrow_right
  • অতি আনা গোনা বিষম বাজনা
    অতি আনা গোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত।। অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল গণক কহল মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।। কাঁদে গোপীগণ […] keyboard_arrow_right
  • অতি আনাগোনা বিষম বাজনা
    অতি আনাগোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত। “অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি! নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল, গণক কহল, মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।।” কাঁদে গোপীগণ হইয়া […] keyboard_arrow_right
  • অতি সে আকুল দেখিয়া বিকল
    অতি সে আকুল দেখিয়া বিকল সে নব কিশোরী রাই। অতি দুরন্তর মানেতে মোহিত কিছু না বোলয়ে তাই।। “সে কোন কামিনী কুলের রমণী কেমন তাহার কাজ। সবারে তেজিয়া বঁধুরে লইয়া বিহরে বনের মাঝ।। একে বিরহিণী বিয়োগ-বিরাগে তাহে ভেল অতি বিরাগী। যে আছে মরমে তাহা সে করিব যদি বা পাইয়ে লাগি।। সে এত ব্যথিত এ সব থাকিতে […] keyboard_arrow_right
  • অতি সে আকুল দেখিয়া বিকল
    অতি সে আকুল দেখিয়া বিকল সে নব কিশোরী রাই। অতি দুরন্তর মানেতে মোহিত কিছু না বোলয়ে তাই।। সে কোন কামিনী কুলের রমণী কেমন তাহার কাজ। সবারে তেজিয়া বঁধুরে লইয়া বিহরে বনের মাঝ।। একে বিরহিণী বিয়োগ বিরাগে তাহে ভেল অতিরাগী। যে আছে মরমে তাহা সে করিব যদি বা পাইয়ে লাগি।। সে এত ব্যথিত এ সব থাকিতে […] keyboard_arrow_right
  • অতি সে পিরিতি যে করে যুবতি
    অতি সে পিরিতি যে করে যুবতি পরের পিরিতে চিত । জনম তাহার ভাবিতে গণিতে পরিণামে এই রিত।। সুনহ উদ্ধব আমার এ দশা তাহারে কহিব কি। কি বলিব কারে আপন বেদন হইয়া কুলের ঝি।। দিয়া প্রেমরাসি কত মধু ঢারি সিঞ্চিয়া করল সাখা। ডালে মূলে কাটি পেলা এল দূরে পুনই সে না পাই দেখা ।। কেমন ধরণ […] keyboard_arrow_right
  • অতিশয় ছরম ঘরমযুত দুহুঁ তনু
    অতিশয় ছরম ঘরমযুত দুহুঁ তনু দোলা করল সুধীর। শ্রীরতিমঞ্জরি চামর করে ধরি মৃদু মৃদু করত সমীর।। ললিতাদিক সখি হেরি সুধামুখি কুসুমহি করল নিছাই। দোলা সঞে তব রাই উতারল কুসুমাসন পর লাই।। রাই বামে করি বৈঠল নাগর দাসীগণ করু সেবা। বাসিত জল উপহার আদি যত যাকর সেবন যেবা।। কর্পূর তাম্বুল বদনহি দেওল তৈখনে সময়ে যোগাই। উদ্ধব […] keyboard_arrow_right
  • অথ পুতুনা-বধ
    অথ পুুতুনা-বধ। জায় পুতুনা রিপুর ছলে হরস হঞা মনে। কিসের ছটা বান্ধা ঝটা লোটন ফুলের সনে।। চারি পাড়্যা তাথে এড়্যা রাঙ্গা ফুলের মালা। সিতার সিন্দূর দেখায় মধুর কিবা করে আলা।। নাসার বেশর কিবা সোসর মন-হরণী পাখা। বিমল দশন পর‍্যা ভূষণ তাহে জাইছে দেখা।। নয়ান-কনে হানে বাণে তায়ে কাজলের রেখা। ফুলের কাছে ভ্রমর নাচে জেমত নাড়্যা […] keyboard_arrow_right
  • অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ
    অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ। না ভজিলুঁ হেন প্রভুর চরণারবিন্দ।। হায় রে না জানি মুঞি কেমন অসুর। পাইয়া না ভজিলুঁ হেন দয়ার ঠাকুর।। হায় রে অভাগার প্রাণ কি সুখে আছহ। নিতাই বলিয়া কেনে মরিয়া না যাহ।। নিতাইর করুণা শুনি পাষাণ মিলায়। হায় রে দারুণ হিয়া না দরবে তায়।। নিতাই চৈতন্য অপরাধ নাহি মানে। যারে তারে […] keyboard_arrow_right
  • অধর ফুলায়ে কেন ঘন ঘন কান্দ
    অধর ফুলায়ে কেন ঘন ঘন কান্দ। খসেছে মাথার চূড়া তাহা নাহি বান্ধ।। ভূমেতে পড়িয়া কেন মোহনিয়া বাঁশী। কটি হৈতে পীতাম্বর কেন পড়ে খসি।। মুখ বুক ভাসি যায় নয়নের জলে। কিছু নাহি বল মনকথা শুধাইলে।। খনে উঠ খনে বৈস ছাড়হ নিঃশ্বাস। নানা ছলে নিরজনে একা কর বাস।। কি লাগি এমন হৈলে কহ দেখি ভাই। নিমানন্দ দাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ