• লাখবান কাঞ্চন জিনি
    লাখবান কাঞ্চন জিনি। রসে ভরা গোরা অঙ্গের মু জাঙ নিছনি।। কি কাজ শারদ কোটী শশী। জগত করিলে আলা গোরা মুখের হাসি।। দেখিয়া রঙ্গিমাধর-কাঁতি। মল্য মল্য অনুরাগে এ বর যুবতি।। সুদশন শিখর মুরতি। মরমে ভরম জাগে পিরীতি আরতি।। ভাঙু গঞ্জে মদন ধানুকী। কুলবতি উনমতি কৈলে দুটি আঁখি।। অলকা তিলক ভালে শোভে। রঙ্গিণীর মনে রঙ্গ বাঢ়ে ওই […] keyboard_arrow_right
  • লোচন লোর ওর নাহি ঢরকই
    লোচন লোর ওর নাহি ঢরকই ধারা পদতলে গেল। জলসঞে আধ উয়ল কিয়ে জলরুহ মঝু মনে ঐছন ভেল।। মাধব ! কি কহব সো পরসঙ্গ। সহচরী মেলি কোরে করি রোয়ই হেরি অবশ প্রতি অঙ্গ।।ধ্রু।। উচ কুচ উপরে রহই মুখমণ্ডল সো এক অপরূপ ভাঁতি। জনু কনয়া গিরি-শিখরে শশধর প্রাতর ধূসর কাঁতি।। বীজন পবনে বিথরে অলকাবলী বিচলহুঁ পুন পুন […] keyboard_arrow_right
  • লোচনক অরুণ করুণ অবলোকনে
    লোচনক অরুণ করুণ অবলোকনে জগজনতাপ বিনাশ। কত কলধৌত ধৌত তনু শোহন মোহন অরুণিম বাস।। দেখ দেখ অপরূপ গৌরকিশোর। সহচর নখতরবৃন্দবিভূষিত পহুঁ দ্বিজরাজ উজোর।। শ্রীহরিদাস অদ্বৈত গদাধর শ্রীনিত্যানন্দ মুকুন্দ। শ্রীমদ্রূপ সনাতন নরহরি শ্রীরঘুনাথ গোবিন্দ।। জয় জয় ভকত সঙ্গে শচীনন্দন উরে রঙ্গণফুলদাম। হেরইতে জগত বদন বিধুমাধুরি পূরই নিজ নিজ কাম।। চন্দন তিলক ভালে সব ভকতহিঁ করয়ে কীর্ত্তন […] keyboard_arrow_right
  • শতেক বরষ পরে বঁধূয়া মিলল ঘরে
    শতেক বরষ পরে বঁধূয়া মিলল ঘরে রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি রাখিতে না সহে অবকাশ।। মিলল দুহুঁ তনু কিবা অপরূপ। চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি -ফাঁদ কমলিনী পাওল মধুপ।। রসভরে মিলনে আজি নিভায়ল আনল পাওল বিরহক ওর।। রতন-পালঙ্কে-পর বৈঠল দুহুঁ জন দুহুঁ মুখ হেরই দুহুঁ আনন্দে। হরষ-সলিল-ভরে হেরইনা পারই অনিমেষে রহল […] keyboard_arrow_right
  • শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে
    শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি রাখিতে না সহে অবকাশ।। মিলল দুঁহু তনু কিবা অপরূপ। চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি-ফাদ কমলিনী পাওল মধুপ।। রসভরে দুঁহু তনু থর থর কাপই ঝাপই দুঁহু দোঁহা আবেশে ভোর। দুঁহুক মিলনে আজি নিভায়ল আনল পাওল বিরহক ওর।। রতন-পালঙ্ক-পর বৈঠল দুঁহু জন […] keyboard_arrow_right
  • শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে
    শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে খোয়লুঁ কুল ধরম-গুণ নাশে। সোই যদি তেজল কি কাজ ইহ জীবনে আনহ সখি গরল করি গ্রাসে।। প্রাণ সঞে অধিক তুহুঁ রোয়সি রে কাহে সখি মরিলে হম করিহ ইহ কাজে। অনলে নহি দাহবি রে নীরে নহী ডারসি এ তনু ধরি রাখবি ব্রজ-মাঝে।। হমারি দোন বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি শ্যাম-রুচি-তরু […] keyboard_arrow_right
  • শুন হে চিকণ কালা
    “শুন হে চিকণ কালা। বলিব কি আর চরণে তোমার অবলার যত জ্বালা।। চরণ থাকিতে না পারি চলিতে সদাই পরের বশ। যদি কোন ছলে তব কাছে এলে লোকে কহে অপযশ।। বদন থাকিতে না পারি বলিতে তেঁই সে অবলা নাম। নয়ন থাকিতে সদা দরশন না পেলাম নবীন শ্যাম।। অবলার যত দুখ প্রাণনাথ সব থাকে মনে মনে।” চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • শুন অনুরাগিণি কি তোহে কহিব বাণী
    শুন অনুরাগিণি কি তোহে কহিব বাণী সদাই ভাবহ কালা কানু। নিরবধি আঁখি ঝরে পুলকে শরীর ভরে দিনে দিনে ক্ষীণ কর তনু ।। যদি তুহুঁ শুন মোর কথা। সে কালা কানুর প্রেমে সদা হবে সাবধানে তবে সে ঘুচিবে সব বেথা।।ধ্রু।। এবে তুহুঁ কুলবতী তাহে দুরজন পতি জানিলে পড়িবে পরমাদ। এ পাড়াপড়সী যত বিপক্ষ আছয়ে কত জগতে […] keyboard_arrow_right
  • শুন তোরে কি বলিব বাঁশী
    শুন তোরে কি বলিব বাঁশী। সতীকূল সকলি নিবাশি।। গোবিন্দ-অধর–সুধারস। পিয়া পিয়া মাতালি সাহস।। জগত মোহসি মৃদুস্বরে। অবশ করলি কলেবরে।। অথবা কি তুমি অতি দোষী। বাঁশিনী-বাঁশের জাতে বাঁশী।। দারুতে গঢ়ল তুয়া দেহ। কেবল দারুময়ী সেহ।। এ যদুনন্দন দাস ভণে। কি করণা সুকঠিন জনে।। keyboard_arrow_right
  • শুন ধনী রাই তান কিছু গাই
    শুন ধনী রাই তান কিছু গাই রাগেতে রাগিনী মেলা। গাইতে গাইতে মুগধ হইলা নন্দের নন্দন কালা।। পুনঃ কহে শ্যাম অতি অনুপাম শুনিতে মধুর ধ্বনি। রাধা রাধা বলি ডাকিছে বীণাটি মুগধ হইলা শুনি।। এই রস তান অনেক সন্ধান শুনিল রসিক শ্যাম। অতি বড় সুখী সুখেতে মোহিত গাইতে রাধার নাম।। ভাবে গদগদ অতি সে আমোদ সে হেন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ