• অহে নাথ করি পরিহার
    অহে নাথ করি পরিহার। সখিগণ ইঙ্গিতে গমন বিচার।। বিশেষে অবশ নিশি বোধ না মান। কুলিশ অরুণ তার হৃদয় পাষাণ।। বিধি কুলবতি করি কৈল নিরমাণ। ধিক ধিক পরবশ রমণি পরাণ।। হাসি অনুমতি দেহ চাহিয়া আমারে। বিরস বদন নহ কহিল তোমারে।। ওহে সুপুরুখবর চতুর সুজান। রায় বসন্ত কহ রাখ কুলমান।। keyboard_arrow_right
  • অহে নাথ কি বলিব আর
    অহে নাথ কি বলিব আর। তনুমন ধন তুমি পরাণ আমার।। গরবিত ভয়ে দিলুঁ তিলাঞ্জলি দান। জাতি কুল শীল তুমি লাজ অভিমান।। জাগিতে ঘুমিতে চিতে তোমাকেই দেখি। পরাণপুতলি তুমি জীবনের সাথী।। তুমি সে ভূষণ মোর হিয়ে মণিহার। তোমা বিনে এই মোর দেহ লাগে ভার।। অঙ্গ আভরণ তুমি নয়ন অঞ্জন। বচন রচনে তুমি শ্রবণরঞ্জন।। তুমি সে জীবনগতি […] keyboard_arrow_right
  • অহে নাথ না বোল এমন
    অহে নাথ না বোল এমন। সহিতে না পারি হেন করুণ বচন।। শপথ স্বরূপ কহি তুমি তনু মন। তুমি সে নয়ানমণি জীবনের জীবন।। না দেখিলে মরিয়ে কেমন তনু ভীন। পরাণে মরয়ে যেন জল বিনু মীন।। তোমার পিরীতে আমি হইলাম ঋণী। মূলে বিকাইলুঁ আর কি দিব নিছনি।। কি করিবে গরুভয় গৃহের করম। তেজিলুঁ সকল বন্ধু কুলের ধরম।। […] keyboard_arrow_right
  • অহে নাথ মো বড় পাতকী দুরাচার
    অহে নাথ মো বড় পাতকী দুরাচার। তোমার সে শ্রীচরণ না করিলুঁ আরাধন বৃথা দেহ বহি ফিরি ভার।। দারুণ বিষয়কীট হইলুঁ পাইয়া মীঠ বিষ হেন জ্ঞান নাহি হয়। তোমার ভকত সঙ্গে তব নামামৃত-রঙ্গে হত চিত তাহে না ডুবয়।। তুমি সে করুণাসিন্ধু জগত-জীবন-বন্ধু নিজ কৃপা বলে যদি লেহ। পতিতপাবন নাম ঘোষণা রহিবে শ্যাম জগতে করিবে এই থেহ।। […] keyboard_arrow_right
  • আই আই লাজের কথা
    আই আই লাজের কথা জাতিকুলনাশা বাণী। সব বিড়াল্‌নী বোলে রাধা শ্যামসোহাগিনী।। ঝাড়া কাপড় পরি যদি বোলে দোচারিণী। সব বিড়াল্‌নী সতা সতী আমি ভালো জানি।। একই নগরে ঘর কৃষ্ণ খেলার সাথী। সেই পিরীতে নাগর কানাই আইসে নিতি নিতি।। লোচন বলে আগো দিদি ভয় করিছ কারে। ভুবন যাহার বশ বশ কর‍্যাছ তারে।। keyboard_arrow_right
  • আইলা সকলে নন্দের মহলে
    আইলা সকলে নন্দের মহলে নন্দ আনন্দিতমন। প্রথমে পূজিল ব্রাহ্মণসকল দিলেন অনেক ধন।। সুবর্ণ রজত গাবী বৎস কত লক্ষাধিক পরিমাণ। অলঙ্কার যত দক্ষিণা সহিত ব্রাহ্মণে করয়ে দান।। নর্ত্তক গায়ক ভট্টাদি বাদক গোধনে তুষিল সভে। নানা মিষ্টঅন্ন করাই ভোজন বিদায় করিলা তবে।। কৃষ্ণ বলরাম সখাগণ বাম করিল ভোজনকেলি। নন্দ যশোমতী করিল আরতি গোপগোপীগণ মেলি।। ধন্য ব্রজ জন […] keyboard_arrow_right
  • আইস আইস কমলিনী বৈস মোর কাছে
    আইস আইস কমলিনী বৈস মোর কাছে। উছটে ঠেকিয়া পদনখ যাবে পাছে।। পসরা তুলিয়া আইস বৈস তরুমূলে। চলিতে বেদনা পাবে চরণ কমলে।। চন্দ্রাননে বিগলিত বিন্দুবিন্দু ঘাম। অধিক শোভিত তাহে মুকুতার দাম।। ঘামে নট হৈল গৌরী সুন্দর কাজলে। শীতল তরুর ছায় বৈস মোর কোলে।। অতি খীনা কমলিনী সোনার বরণ। রবি তাপে মিলাইবে এমন যৌবন। খঞ্জন গঞ্জন আঁখি […] keyboard_arrow_right
  • আওব কানু শুনই ধনি বিরহিণি
    আওব কানু শুনই ধনি বিরহিণি হোয়ল দুখ অবসান। কিশলয় শেজে রজনি অবসানহি ঘুমহি মুদল নয়ান।। হেরত স্বপনে সোই ব্রজবল্লভ আওল গোকুলপুর। ধাওল ব্রজজন আনন্দ নিমগন জয় জয় মঙ্গল পুর।। যশোমতি ধাই কোর পর লেওল চুম্বয়ে ও মুখচান্দে। ব্রজরমণীগণ করয়ে নিরীক্ষণ আনন্দে হিয়া নাহি বান্ধে।। ঐছন হেরইতে স্বপন ভঙ্গ ভেল আওব ভেল আশোয়াস। রজনিপ্রভাতে কহয়ে সব […] keyboard_arrow_right
  • আওল রাম শুনই উতরোল
    আওল রাম শুনই উতরোল। চরণবিলম্বিত নীল নিচোল।। সুরজত গলিত ললিত কিয়ে কাঁতি। ঢর ঢর নয়নকমল কত ভাতি।। অঙ্গহি অঙ্গ অনঙ্গ মুরছায়। দোহন পাত্র বেত্র ধরু তায়।। বাম করে লেই ছাঁদন ডোর। মাধব হেরইতে আনন্দে ভোর।। keyboard_arrow_right
  • আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে
    আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে আমরা থাকিলাম তোর ঠাঞি। নিশ্চয় জানিহ তুমি তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই।। এতেক প্রবোধ দিয়া দুই প্রতিমূর্ত্তি লৈয়া আইল পণ্ডিত বিদ্যমান। চারি জনে দাঁড়াইল পণ্ডিত বিস্ময় ভেল ভাবে অশ্রু বহয়ে নয়ান।। পুন প্রভু কহে তারে তোর ইচ্ছা হয় যারে সেই দুই রাখ নিজ ঘরে। তোমার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ