• নাগরি নাগর সব গুণ আগর
    নাগরি নাগর সব গুণ আগর আনন্দ সাগরে ভাসি। সুভগ বিলোচন ভাব সু-সূচন বয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি।। সখি হে কিয়ে ইহ অপরূপ রঙ্গ। চাহনি ভাওনি অঙ্গ মোড়ায়নি গাওনি একহি সঙ্গ।। শ্যামর কায় নটনে হিলায়ত বাত ঘটিত বনমাল। চম্পক গোরি সুভঙ্গে সুকম্পই যৈছন বিজুরিক জাল।। চরণক চাল বিশাল মিশাওত শোভা বরণি না হোয়। এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল […] keyboard_arrow_right
  • নাগরিবেশ হেরি হরষিত সহচরি
    নাগরিবেশ হেরি হরষিত সহচরি করে ধরি আদর কেল। কোপে কমল মুখি চরণে লিখয়ে সখী তাক সমুখ লই গেল।। সুন্দরি হেরহ ইহ নব রামা। মাথুর নগরক ইহ নব রঙ্গিনী তোহে মিলব ইহ শ্যামা।। ঐছন বচন শুনি বিমল বয়নি ধনি বাহু পসারি করু কোর। পরশ হি জানল রসিক শিরোমণি কো কহ কৌতুক ওর।। টূটল মান আন মনে […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন ভকতজীবন ধন
    নাচে শচীনন্দন ভকতজীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস বাসুঘোষ রায় রামানন্দ।। নিত্যানন্দ মুখ হেরি বোলে পহুঁ হরি হরি প্রেমায় ধরণী গড়ি যায়। প্রিয় গদাধর আসি প্রভার বাম পাশে বসি ঘন নরহরিমুখ চায়।। পহুঁ নাহি মেলে আঁখি কহে মোর কাঁহা সখী কাহাঁ পাব রাই দরশন। কহ কহ নরহরি আর সম্বরিতে নারি […] keyboard_arrow_right
  • নাচে হলধর সঙ্গে সহচর
    নাচে হলধর সঙ্গে সহচর আনন্দে বালক মেলিয়া। যেন ঘনাগমে নাচে শিখিগণে কামে উনমত হইয়া।। বলয়া কঙ্কণে নূপুর চরণে রনঝনঝন বাজই। করে কর ধরি করিঞা কুণ্ডলী হলধর হের নাচই।। শ্রীদাম সুদাম সুভদ্র অর্জ্জুন করে ধরে বনি তাল। বিশাল বৃষভ ভদ্র মহাবল কহে নাচে ভায়্যা ভাল।। তা দেখি বিপিনে মৃগপক্ষিগণে আনন্দে অবশ হৈঞা। গায়ত কোকিল শিখিকুল নাচে […] keyboard_arrow_right
  • নাহি উঠল তিরে সবহুঁ সখীগণ
    নাহি উঠল তিরে সবহুঁ সখীগণ রসবতী নাগরী রাই। বসন নিচোড়ি মোছই সব তনু সখিগণ বেশ বনাই।। বিনদিনি-বেশ করত বর কান। চিকুর সোঙারি কবরি পুন বান্ধই অলক তিলক নিরমান।। সীথি বনাইয়া উর পর লেখই মৃদমদ-চিত্র নিশান। রতি-জয়-রেখ চরণযুগ লেখই আরকত বেশ বনান।। কতহুঁ যতন করি বেশ পরায়ল নূপুর দেয়ল রঙ্গে। গোবিন্দদাস কহ ও রূপ হেরইতে মুরছয়ে […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ বাহির হইয়া চলে বিনোদিনী
    নিকুঞ্জ বাহির হইয়া চলে বিনোদিনী। এ ঘোর রজনী কোথা যাবে কমলিনী।। চলে যেতে নারে প্যারী শ্যাম কুণ্ডের তীরে। সখিগণ অঙ্গে পড়ে ঢলি প্রেমের ভরে।। চৌদিকে সখিগণ নিল সবে ধরি। শ্যাম কুণ্ড তীরে গেল যথা বংশীধারী।। মাণিকচান্দ ঠাকুর বলে মিনতি অশেষ। সুকুমারী কৈলা আজ কুঞ্জে পরবেশ।। keyboard_arrow_right
  • নিকুঞ্জের মাঝে রাধা কান।
    নিকুঞ্জের মাঝে রাধা কান। হিয়ায় হিয়ায় দোঁহার বয়ানে বয়ান।। ঘন ঘন চু্ম্বন ঘন রস-ভাষ। ঘন রসে মগন নাই পরকাশ।। ঘন আলিঙ্গন ঘন করু কোর। অতি রসে দুহুঁ জন ভেল বিভোর।। বিপরিত লাগি তহিঁ নাগর-রায়। ঐছনে রচতহি তাক উপায়।। বুঝি সুবদনি ধনি তাকর সুখ। ঐছন বচনে ভেল উনমুখ।। কহ শিবরাম পুরল অভিলাষ। চিরদিনে বিপরিত করয়ে বিলাস। keyboard_arrow_right
  • নিজ গৃহ তেজি চলল ধনি বিরহিণি
    নিজ গৃহ তেজি চলল ধনি বিরহিণি দারুণ বিরহ হুতাশে। কালিন্দি পৈঠি পরাণ পরিতেজব এহি মরম অভিলাষে।। হরি হরি কি কহব তোহে দুখ ওর। ধাই সব সহচরি কাননে যাওল ললিতা লেওল কোর।। ঐছন বচন বৃন্দামুখে শুনইতে ভগবতি দ্রুত চলি গেলি। আপন কুঞ্জকুটির মাহা আনল সবহুঁ সখীগণ মেলি।। সরসিজ শেজে শুতায়ল সহচরি চৌদিশে রহু মুখ চাই। অনুকূল […] keyboard_arrow_right
  • নিজ গৃহে শয়ন করল বর কান
    নিজ গৃহে শয়ন করল বর কান। জননি জাগাওত ভৈগেল বিহান।। আলস তেজি উঠহ যদুরায়। আগত ভানু রজনি চলি যায়।। প্রাতহি দোহন করত যদুচান্দ। তুরিতহি দেয়ল দোহন ছান্দ।। শয়ন উপেখি চলল বর কান। নূপুরক নাদে জাগল পাঁচবাণ।। নিকটহি গোঠ মিলল যব আয়। গোবিন্দদাস মটুকি লই ধায়।। keyboard_arrow_right
  • নিজ নিজ মন্দির যাইতে পুন পুন
    নিজ নিজ মন্দির যাইতে পুন পুন দুহুঁ দোঁহা বদন নিহারি। অন্তরে উয়ল প্রেম পয়োনিধি নয়নে গলয়ে ঘন বারি।। মাধব হামারি বিদায় পায়ে তোয়। তোহারি প্রেম সঞে পুন চলি আওব অব দরশন নাহি মোয়।। কাতর নয়ান নেহারিতে দুহুঁ দোঁহা উথলল প্রেম তরঙ্গ। মুরছল রাই মুরছি পড়ু মাধব কবে হবে তাকর সঙ্গ।। ললিতা সুমুখ সুমুখী করি ফুকরত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ