• রাই বলে-শুন, বেদনী বড়াই
    রাই বলে–“শুন, বেদনী বড়াই, মোর ঘরে গিয়া বল। কানুর চরণে শরণ পশিল মনের মানস ভেল।। ব্রহ্মা-আদি দেবে যেই পদ সেবে ধেয়ানে নাহিক পায়। হেনক সম্পদ অলসে পাইল * * * * ।। কি করিব কুল সব যাও দূর যাহারে দেখিলে জি। এ সব ছাড়িয়া কি আর * * * * * কি।। যায় জাতি কুল […] keyboard_arrow_right
  • রাই সুনাগরী প্রেমের আগরি
    রাই সুনাগরী প্রেমের আগরি সঙ্কেত পড়িল মনে। বড়ায়েরে ডাকি কহে চন্দ্রমুখী– “যাইব মথুরা পানে।।” আনি গোপীগণ যুথের মিলন “চল চল যাব বিকে। দধির পশরা সাজাহ তোমরা বিলম্ব না সহে মোকে।।” সব গোপীগণ চলিলা ভবন সাজিলা পশরা লই। ঘৃত ছেনা দুধ ঘোল নানাবিধ ভাণ্ডে সাজাইল দই।। সোনার গাগরি সাজায়ে দুসারি ওড়নি বিচিত্র তাতে। করে অতি শোভা […] keyboard_arrow_right
  • রাই সুনাগরী প্রেমের আগরি
    রাই সুনাগরী প্রেমের আগরি সঙ্কেত পড়ল মনে। বড়াইয়ে ডাকি কহে চন্দ্রমুখী যাইবক মথুরা পানে।। আনি গোপীগণ যূথের মিলন চল চল যাব বিকে। দধির পশরা সাজাহ তোমরা বিলম্ব না কর মোরে।। সব গোপীগণ চলিলা ভবন, সাজায়ে পশরা লই। ঘৃত ছেনা দুধ ঘোল বিবিধ ভাণ্ডে সাজাইছে দই।। সোণার গাগরি সাজায়ে দুসারি ওড়নি বিচিত্র নেত। করে অতি শোভা […] keyboard_arrow_right
  • রাধার কাকুতি করিছে আরতি
    রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাঁচাহ জীব যতকাল ঘুষিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […] keyboard_arrow_right
  • রাধার কাকুতি করিছে আরতি
    রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাচাহ জীব যতকাল ঘুচিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে– “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […] keyboard_arrow_right
  • শুন শুন ভেয়া নন্দ-দুলালিয়া
    “শুন শুন ভেয়া নন্দ-দুলালিয়া যে দেখিল হেন খেলি। দেখাইনু এত মনেতে লাগিল কহ দেখি বনমালী ?” কহে নন্দসুত তায়ে– “আমার মরম-ভেয়ে, যে দেখিনু বৃকভানুপুরে। তাহাতে ইহাতে খেদ নাহি কিছু বর্ণভেদ পশি পুন রহিল অন্তরে।। সেই যেন কমলিনী দেখিল তেমতি খানি শুন ভাই সুবল সাঙ্গাত। ও জন যতন করি দেখাহ আমারে বেরি কেমনে ইহারে দেখি সাত।। […] keyboard_arrow_right
  • শুন গো স্বজনি সই
    শুন গো স্বজনি সই। কেমনে রহিব কানু না দেখিয়া নিশি দিশি হেদে রোই। হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বাঁশী। হাসিতে ঝরিছে মতিম মাণিক সুধা ঝরে কত রাশি।। হেন মনে করি আঁচল থাপিয়া আঁচলে ভরিয়া রাখি। পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া পাছে লয়ে যায় সখি।। এরূপ লাবণ্য কোথায় রাখিতে মোর পরতীত নাই। হৃদয় বিদারি […] keyboard_arrow_right
  • শুন শুন শুন আমার বচন
    “শুন শুন শুন আমার বচন”– কহিছে মরম সখী। “আঁখি আড় কভু না কর তাহারে শুনহ, কমলমুখি।।” রাই বলে –“বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির। মনের বেদনা বুঝে কোন জনা এ বুক মেলেয়ে চির।। স্বতস্তরা নই গুরু পরিজনা তাহার আছয়ে ডর। যেন বেড়াজালে সফরি সলিলে, তেমতি আমার ঘর।। নহিলে শ্যামেরে লয়া কুতূহলে হেরি ও […] keyboard_arrow_right
  • শুন শুন শুন আমার বচন
    শুন শুন শুন আমার বচন কহিছে মরম সখী। আঁখি আড় কভু না হও তাহার শুনহ কমলমুখি।। রাই বলে বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির । মনের বেদনা বুঝে কোন জন এ বুক মেলয়ে চির।। স্বতন্তর নই গুরু পরিজনা তাহারে আছয়ে ডর। যেন বেড়াজালে সফরি সলিলে তেমতি আমার ঘর।। নহে বা শ্যামের অতি কুতূহলে […] keyboard_arrow_right
  • সবার করেতে ধরিয়া ধরিয়া
    সবার করেতে ধরিয়া ধরিয়া রসিক নাগর কান। “উঠ, উঠ”–বলি সঘনে কহেন– “তোমার আমার প্রাণ।।” এ বোল বলিতে নন্দের নন্দন সকল বালক মেলি। ভেয়ের করেতে কর পসারিয়া সবে আলিঙ্গন করি।। কেহ লোটে ভূমে কেহ লোটে ক্রমে কেহত ধাওই দূরে। কেহ প্রেমরসে ভাই রহাইবা (?) ঐছন যাইয়া ধরে।। কহে বলে–“ভাই , কানাই বালাই, এবে সে নিঠুর ভেলা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ