• হেন বেলে যত রাখাল বালক
    হেন বেলে যত রাখাল বালক আইল কানাই নিতে। শ্রীদাম সুদাম আর বসুদাম বাঁশী শিঙ্গা বেনু গীতে।। “চল ভাই কানু কি কাজ বিলম্বে হইল উছর বেলা। এখন কি কাজে আছ গৃহমাঝে করহ ধেনুর মেলা।। ধবলী শাঙলী অতি চোরা গাভী যদি বা উচর হয়। দূর বনে গিয়ে কোথা পড়ে ধেয়ে এই উঠে মনে ভয়।। ত্বরিত গমন কি […] keyboard_arrow_right
  • হেন বেলে শিঙ্গা বেণু বাজাইয়া
    হেন বেলে শিঙ্গা বেণু বাজাইয়া রাখাল আসিছে পথে। কৃষ্ণ বলরাম মাঝারে করিয়া ধেনুপাল লয়ে যতে।। হৈ হৈ রবে প্রবেশ করল গোকুল নগর পুরে। নিজ গৃহে গৃহে গেলা ব্রজবালা লইয়া ধেনুর পালে।। নিজ গৃহে গেলা কৃষ্ণ বলরাম যশোদা আনন্দ বড়ি। ধেনুগণ যত সব সমাধিয়া সঘনে নিশ্বাস ছাড়ি।। কোলে লয়ে কানু এ ক্ষীর নবনী পিয়ায় মনের সুখে। […] keyboard_arrow_right
  • হেন বেলে সিঙ্গা বেণু বাজাইয়া
    হেন বেলে সিঙ্গা বেণু বাজাইয়া রাখাল আসিছে পথে। কৃষ্ণ বলরাম মাঝারে করিয়া ধেনুপাল লয়ে যেতে।। হৈ হৈ রবে প্রবেশ করল গোকুল-নগর-পুরে। নিজ গৃহে গৃহে গেলা ব্রজবালা লইয়া ধেনুর পালে।। নিজগৃহে গেলা কৃষ্ণ বলরাম যশোদা আনন্দ বড়ি। ধেণুগণ যত সব সমাধিয়া সঘনে নিশ্বাস ছাড়ি।। কোলে লয়ে কানু এ ক্ষীর নবনী পিয়ায় মনের সুখে। বিবিধ শাকর চিনি […] keyboard_arrow_right
  • হেন যে চৈতন্যের গুণে না কান্দিল মন
    হেন যে চৈতন্যের গুণে না কান্দিল মন। হইল পাপিষ্ঠ জন্ম গেল অকারণ।। অধনে যতন করি ধন তেয়াগিলাম। আপনার কর্মদোষে আপনি ডুবিলাম।। সাধুসঙ্গ ছাড়ি কৈলাম অসৎ প্রত্যাশ। তে কারণে মোর গলে লাগি গেল ফাঁস।। বিষম বিষয় রসে সদাই ডুবিলাম। হরিনাম সংকীর্তনে মগন না হইলাম।। কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। মনুষ্য দুর্ল্লভ জন্ম যায়রে বহিয়া।। […] keyboard_arrow_right
  • হেন রূপে কেন যাও মথুরায় বিকে
    হেন রূপে কেন যাও মথুরায় বিকে। বিষম রাজার ভয়ে ঠেকিবা বিপাকে।। দিনকরকিরণে মলিন মুখখানি। হেরিয়া হেরিয়া মোর বিকল পরাণী।। বসিয়া তরুর ছায় করহ বিশ্রাম। শ্রমজলবিন্দু যেন মুকুতার দাম।। বংশীবদনে কহে শুন হে নাগর। বুঝিলাম বট তুমি রসের সাগর।। keyboard_arrow_right
  • হেনই সময়ে এক সখী
    হেনই সময়ে এক সখী। নিকুঞ্জ-মন্দিরে রাই দেখি।। কহে আসি বিনোদ নাগরে। দেখ রাই কুঞ্জের ভিতরে।। শুনিয়া চমকি উঠে কান। সখী সঞে করল পয়ান।। যাহাঁ বসি রাধিকা সুন্দরী। সমুখে কহয়ে কর যোড়ি।। ক্ষেম ধনি মঝু অপরাধ। হেন প্রেমে না করহ বাদ।। হাম তুয়া অনুগত কান। কাহে করসি মোহে মান।। এত কহি চরণে ধরিয়া । সাধয়ে অবনী […] keyboard_arrow_right
  • হেনই সময়ে কাক কহিতে লাগল ডাক
    হেনই সময়ে কাক কহিতে লাগল ডাক বসিয়া মন্দির শিরে রহে। হেন বেশে আর কাক কাহে কহ লাখ ডাক আহার বাটিয়া খায় দুহে।। কহে কত নানা বোল করে বহু উত্তরোল বদনে বদনে করে ডাক। দেখিয়া কিশোরি গৌরি সখিরে পুছয়ে বেরি “সুভাসভ দেখি এই বেলা।। আচম্বিতে আসি কাক কহয়ে বহুত ডাক কি হেতু ইহার দেখ জানি। বুঝিহ […] keyboard_arrow_right
  • হেনক স[ ম]য়ে কৃষ্ণ না দেখিয়ে
    হেনক স[ ম]য়ে কৃষ্ণ না দেখিয়ে হলধর গেলা তথি। কিয়ার বাগান অতি রম্য-স্থল দেখিতে পায়ল ইথি।। চারি পাশে তার নানা পুষ্প সারি সুগন্ধি কুসুম গন্ধে। পরিমলে যত অলি শত শত মধুর লাল[স] বন্ধে।। রোহিণী-নন্দন জানল তখন হেনক বুঝিয়া চিতে। অনুমান করি তথা আগুসারি জানিয়া হৃদয় ভিতে।। শঙ্গারব দিয়া বেগে প্রবেশিল মত্ত বলাই যায়। কিয়ার বাগানে […] keyboard_arrow_right
  • হেনক সময় অক্রূর দেখল
    হেনক সময় অক্রূর দেখল আয়ল অক্রূর পতি। চরণ-কমলে পড়ল তৈখনে করেন আরতি-রীতি।। কৃষ্ণ বলরাম ধরি দুই জন করিল তাহরে কোড়। আলিঙ্গন দিয়া বচন মধুর সুখের নাহিক ওর।। “কহ কহ দেখি কিসের কারণে আইলে গোকুল-পুরে।” “তোমা লইবারে আমার গমন শুনহ বচন ধীরে।। ‘বলরাম আর দেব দামোদর’ কহিল নৃপতি মোরে। ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি আয়ল গোকুল-পুরে।। ‘কৃষ্ণ […] keyboard_arrow_right
  • হেনক সময় অক্রূর দেখল
    হেনক সময় অক্রূর দেখল আয়ল অক্রূরপতি। চরণ-কমলে পড়ল তৈখনে করেন আরতি রীতি।। কৃষ্ণ বলরাম ধরি দুই জন করিল তাহারে কোড়। আলিঙ্গন দিয়া বচন মধুর সুখের নাহিক ওর।। কহ কহ দেখি কিসের কারণে আইলে গোকুল পুরে। তোমা লইবারে আমার গমন শুনহ বচন ধীরে।। বলরাম আর দেব দামোদর কহিল নৃপতি মোরে। ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি আয়ল গোকুল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ