• কুকিলায় করিয়াছে ধ্বনি যামিনী
    কুকিলায় করিয়াছে ধ্বনি যামিনী আর নাই গো নাই। বিদায় দেও গো ঘরে যাই।। সখি গো সারা নিশি রঙ্গে ঢঙ্গে আমোদে কাটাই। তোমার সনে আলাপনে রজনী পোসাই।। উদয় হল দিনমণি যামিনী আর নাই। নিশি ভোরে কুহু সুরে ধ্বনি শুনতে পাই।। সখি গো তোমার আমার মিলনেতে কে ফেলিল ছাই। নিশি শেষে পাগল বেশে কেঁদে মরে রাই।। সখি […] keyboard_arrow_right
  • কেউ যদি গো মথুরাতে যাও
    কেউ যদি গো মথুরাতে যাও। অভাগীর খবর কইও যদি বন্ধের দেখা পাও ! বলিও তোরা বন্ধের কাছে কি বুকে রাধা ভুলিয়াছে গো। অর্ধমরা রাধা আছে চায় গো তার পীরিতের বাও।। বন্ধুর দেখা মিলে যদি বলিও কাঁদে রাধা নিরবধি গো। দেখতে চায় রাধা অপরাধী মরণকালে রাঙ্গা পাও।। বলিও বন্ধুর দেখা পাইলে হার গাঁথিয়া নানা ফুলে গো। […] keyboard_arrow_right
  • কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই
    কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই। আমায় বলরে সুবল ভাই কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই।। দাহ দাহ করে জ্বলছে আগুন কি দিয়া বানাই।। হায় রে একি কাল আগুন জল দিলে সে জ্বলে দ্বিগুণ রে। কোথায় গিয়ে করিয়ে কেমন বিনোদিনী পাই।। কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াব রে। আমায় প্রাণে মারি কই লুকাইলো কমলিনী রাই।। […] keyboard_arrow_right
  • চল মোরা জল ভরিতে যাই প্রাণ সখি গো
    চল মোরা জল ভরিতে যাই প্রাণ সখি গো।। জলের ঘাটে নদীর তটে বাজায় বাঁশী প্রাণ কানাই।। যাইব যমুনার জলে প্রাণ বন্ধুরে দেখবো বলে গো। দেখে কালা কদম তলে জন্মের মত প্রাণ জুড়াই ।। ঐ শুন গো বাজায় বাঁশী মন প্রাণ করিয়ে উদাসী গো। আমি তার লাগি হইয়াছি দোষী গকুলে কলঙ্কি রাই।। রিয়াছত বলে চল সকালে […] keyboard_arrow_right
  • চিন্তার ঔষধ নাই কি ভুবনে
    চিন্তার ঔষধ নাই কি ভুবনে। ভাই রে সুবল আমারে বল আছেনি কোন স্থানে।। যারে পাইছে চিন্তা জ্বরে সে কি আর শুইতে পারে রে। রাত্র-দিনে তার অন্তরে কাটে রে ব্রজঘুণে।। হইয়া রাধার অনুরাগী আমি হইলাম চিন্তারোগী রে। দেশে হইলাম দোষের ভাগী মন্দ কয় অন্ধ গণে।। রাধার প্রেমে মরছি প্রাণে তার চিন্তা আমার মনে রে। যার ব্যথা […] keyboard_arrow_right
  • জলে তোরা কে যাবে গো আয়
    জলে তোরা কে যাবে গো আয়। ঐ শোন রাধা রাধা বলে প্রাণবন্ধে বাঁশী বাজায়।। সখি যদি যাও জলে কলসী লও কাকে তুলে গো। রাধিকার বন্ধুরে পাইলে ইসারাতে দেখাই বায়।। প্রাণ বন্ধের বাঁশীর টান আকুল করিল প্রাণ গো। আমার ধর্মে কর্মে নাই অবধান যাই চল গো যমুনায়।। যদি বন্ধে দেখা করে জনমের মত দেখব তারে গো। […] keyboard_arrow_right
  • জলে হয় না নিবারণ জ্বলে গৈয়া গৈয়া
    জলে হয় না নিবারণ জ্বলে গৈয়া গৈয়া। মোর অন্তরে তুষের আগুন কে দিল জ্বালাইয়া।। দেহার মাঝে জ্বলে আগুন দাহ দাহ করিয়া। কোথায় গেল প্রাণ বন্ধু দেখাও গো আনিয়া।। কোথায় যাব কি করিব পাই না গো ঢুরিয়া । দিবানিশি জ্বলে আগুন নিবাইব কি দিয়া।। বন্ধু বিনে বাঁচি কেমনে প্রাণ যাবে উড়িয়া। প্রাণ বন্ধু পাষাণ হল শ্যামচান […] keyboard_arrow_right
  • তমাল ডালে কুহু রবে ডাকছে শোন কুকিলায়
    তমাল ডালে কুহু রবে ডাকছে শোন কুকিলায়। সই গো যামিনী গৈয়া য়ায়।। সখি গো সাজাইয়া ফুলে শয্যা রাখলাম কার আশায়। সোয়া চন্দন মিশ্রি মাঞ্জন রাখলাম কটরায়।। সখি গো আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানায়। যৌবনেরি ফুল ফুটিয়া ডাক্‌ছে প্রাণের ভমরায়।। সখি গো একা কুঞ্জে তাপিত রাধা যামিনী কাটায়। আমার বন্ধু পরদেশে কার কুঞ্জে পাশা খেলায়।। সখি […] keyboard_arrow_right
  • তোরলাগি প্রাণ কান্দেরে সদায়
    তোরলাগি প্রাণ কান্দেরে সদায়। ফাঁকি দিয়া প্রাণনিয়া কই রইলেরে শ্যামরায়।। কাল বিকালে আসবে বলে প্রতিজ্ঞা করিয়াছিলে রে। এখন পাষাণ হয়ে ভূলে রইলে কুবজার সনে মথুরায়।। প্রেম করলাম সুখেরে আশে তুই বন্ধু রইলে বিদেশে রে। এখন জটিলায় কুটিলায় হাসে পাড়ার লোকে মন্দ গায়।। মন প্রাণ করিয়া চুরি কোথা রইলে চোরা হরি রে । রিয়াছত বলে সয়না […] keyboard_arrow_right
  • নগরে কুলটা আমি হইলাম গো যার লাগিয়া
    নগরে কুলটা আমি হইলাম গো যার লাগিয়া। সে কি আমায় ভুলতে পারে লোকের কথা লইয়া গো।। ব্রজপুরে ঘরে ঘরে দোষী সবে বলে মোরে গো। শ্যামপিরীতে কলঙ্কিনী জগত জুড়িয়া গো।। জাতি কুল সবই দিলাম তবু বন্ধের মন না পাইলাম গো। প্রাণ দিয়া পাবনি মোর কঠিন কালিয়া গো।। শ্যামের প্রেমে সুখ হল না দিয়া গেল প্রতারণা গো। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ