• কান্ত যখন হয় রে স্মরণ প্রাণ হইয়া যায় উদাসী
    কান্ত যখন হয় রে স্মরণ, প্রাণ হইয়া যায় উদাসী প্রভুর বিরহে হইলাম সন্ন্যাসী। প্রভু গেলা মথুরায়, প্রাণ ঝুরে মোর সর্বদায় বিচ্ছেদের অনল মোর সহন না যায়। এ গো অন্বেষিয়া বিপিনেতে হইয়া ফিরি বনবাসী। প্রভুর বিরহে মোর হইল রে মন উচাটন । হাটে ঘাটে মাঠে ফিরি করি অন্বেষণ। এ গো বিচ্ছেদের তীক্ষ্ণশরে মন হইল উদাসী। বৃক্ষে […] keyboard_arrow_right
  • কালা রূপে লীলা সয়াল জুড়িয়া
    কালা রূপে লীলা সয়াল জুড়িয়া। কালা কালা ভাব সঙ্গে খেলা। চান্দের হৃদয়ে দাগ কালিয়া বরণ। ভাস্করের মধ্যে কালা তাপিস কিরণ। স্বর্গ কালা ভূমি কালা কালা রঙ্গে খেলা । কুকাফের রং কালা মধ্য বর্ণ নীলা। মন পবন বৃষ্টি কালা কালা আবছায়া। বিরাজে চিকন কালা সয়াল জুড়িয়া। ফলক আফলাক কালা মঞ্চদয় সয়াল। সাগরের জল কালা কালা সে […] keyboard_arrow_right
  • কালাচান্দ আইলায় না আমার বিরাজ হইল না
    কালাচান্দ আইলায় না, আমার বিরাজ হইল না। আইস বন্ধু কৃপা করি, অন্তরে ঝুরিয়া মরি, হৃদয়েতে প্রেমেরি অনল। আকুলিত মোর হিয়া যদি আইস প্রাণ প্রিয়া হইব মোর আনন্দ মঙ্গল। কৃপার সাগর তুই জগতে কলঙ্কী মুই প্রেম শোকে শোষিল পাঞ্জর। পন্থ নিরখিয়া থাকি তর নাম বলি ডাকি আইস বন্ধু কৃপার সাগর। শরীরে বা কত সহে, অঙ্গেতে অনল […] keyboard_arrow_right
  • গো সজনী সই নিকুঞ্জেতে মোর মন ঝুরে
    গো সজনী সই নিকুঞ্জেতে মোর মন ঝুরে। কদম ডালে দহে হিয়া না দেখি তোমারে।। চাঁদরূপ না দেখিয়া আকুল হইয়াছি হিয়া। অন্তরেতে অনল জ্বলে মোর।। তুই বন্ধু আসিবে করি পন্থ নিরখিয়া ঝুরি। স্বরূপে হেরিতে রূপ তোর। প্রেমের ভিখারী আমি কৃপা যদি কর তুমি । ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর।। আমি দোষী অপরাধী দরশন দেও যদি, পাপ […] keyboard_arrow_right
  • গো সজনী সই আমার বন্ধু
    গো সজনী সই আমার বন্ধু নি মিলিবা চান্দরূপে। তোমারে নি বলিয়াছইন মিলিবা স্বরূপে। সজনী সই শুন গো সখী দয়াময়ী তোমাতে মরম কহি। যত ইতি বিরহের কাহিনী। সম্বাদ বলয়ে মোরে ধরিয়ে চরণ তোর কাহার মন্দিরে নীলমণি। বিচ্ছেদ অনলে মোর অঙ্গ জ্বলে নিরন্তর বিরহেতে চিত্ত ব্যাকুল । কি করি মুই হায় হায় কলঙ্কিনী তোর দায় প্রেম ভাবে […] keyboard_arrow_right
  • গোপিণী সকল জলে যায় প্রিয় সজনী
    গোপিণী সকল জলে যায় প্রিয় সজনী কালাচান্দে মুররী বাজায়। গোকুলের যত নারী সকলে আনন্দ করি এ গো ঘাটে চলে যথা শ্যামরায়। কলসী কাংখেতে করি সকলে মন্ত্রণা করি এ গো প্রেমমালা পরায় গলায়। নীলবস্ত্র শোভে অঙ্গে জলেতে চলয় রঙ্গে নীলবস্ত্র বাতাসে উড়ায়। করি সবে জয়ধ্বনি চলে যত প্রেয়সিনী আনন্দ রঙ্গেতে জলে যায়। চলে যত ব্রজ দারা […] keyboard_arrow_right
  • চান্দ গুরু চান্দ মুখেতে শুনছি গুরুর সুবচন
    চান্দ গুরু চান্দ মুখেতে শুনছি গুরুর সুবচন। ভাব সাধিলে হয় রে সাধক রূপের সাধন। ভাবের ভাবি হৈল যেই প্রেম ডুবি দিয়া সেই ভাবের মালা করয়ে গাঁথন। ভাবক ফুলেরহার গলে শোভিয়াছে তার ভাবসঙ্গে তারমন আসি হয় সম্মিলন। ফুলভাবক গলে যার প্রেমানল দহে তার জ্বলে যেন অরণ্যে আনল। অন্তরে আনল জ্বলে রূপের সঙ্গেতে মিলে প্রেমভাবে অন্তরেতে খুলিবে […] keyboard_arrow_right
  • ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে
    ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে। বন্ধু শ্যাম কালিয়া, আইস প্রভু জগত বন্ধু রে।। নিষ্ঠুরজানিয়া মোরে নাযাইয়ো ছাড়িয়া। প্রাণরক্ষা কর মোর দরশন দিয়া রে।। প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি। শ্রবণেতে শুনি বাজে মুকুন্দ মুররী রে।। প্রেমসুরে বাইয়ো বাঁশী রসিক বন্ধুয়া। অবুলার প্রাণী নেও সুরেতে টানিয়া রে।। পবনেতে বাইয়োবাঁশী ডাকি’ নামধরি। যৌবতী সবের তুমি […] keyboard_arrow_right
  • জপ মন অনুক্ষণ গুরুবাক্য প্রেম ধন
    জপ মন অনুক্ষণ গুরুবাক্য প্রেম ধন, হিয়া কুঞ্জে রাখিয়া স্মরণ । প্রেম সায়র প্রেম সিন্ধু, সাঁতারে কর লঙ্ঘন। এ গো মদন তরঙ্গে বসি দিবে আসি দরশন। নিকুঞ্জে বেহার হৈলে বিপিনে করে ভ্রমণ। এ গো বিরহিনী হৈয়া করে স্বরূপের অন্বেষণ। রসিক মহন্ত যেই সাধে সেই রূপ সাধন। এ গো প্রেম ভাবে জপে নাম শ্রীগুরুর সুবচন। শিতালং […] keyboard_arrow_right
  • জলেনি যাইবায় সখী গো চল প্রাণেশ্বরী
    জলেনি যাইবায় সখী গো চল প্রাণেশ্বরী, যমুনার ঘাটে বাজে মোহন মুররী। কাংখেতে কলসী লইয়া না কর বিরাজ, অবিলম্বে গিয়া সবে দেখি যুবরাজ। মুররী বাজায় কালা নামে নামে ডাকে, কলসী লইয়া চল যার মনে থাকে। সব সখী চালে গেল দিয়া প্রেম মালা, আনন্দে মিলল আসি শ্যাম চিকন কালা। গোকুলের যত নারী আনন্দ রঙ্গেতে, কাংখেতে কলসী লইয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ