• রূপবতী প্রাণের দূতী প্রাণ বন্ধে
    রূপবতী প্রাণের দূতী প্রাণ বন্ধে মাইল আমায়। মাইল মাইল প্রাণ নিল বিচ্ছেদে বন্ধুয়ায়। প্রাণে নাহি সহে দুখ দেহ জ্বলে সর্বদায়। এ গো দেহবন্দী পাষাণেতে কালাচান্দে নাহি চায়। কুলিশ অন্তর প্রাণের বন্ধুরে দয়া নাই তোর দেহায়। এ গো মন প্রাণ হরি মোর প্রাণবন্ধু রইল কোথায়। দেহ শূন্য করি মোর প্রাণি নিল প্রাণ বন্ধুয়ায়। এ গো জ্বলে […] keyboard_arrow_right
  • রে প্রাণধন কালা তোমার পিরীতে বিষম জ্বালা
    রে প্রাণধন কালা, তোমার পিরীতে বিষম জ্বালা অপার মহিমা তোর লীলা। প্রেমে জ্বলে হিয়া মোর, না দেখিয়া রূপ তোর বিনয়েতে ডাকিরে তোমায়। ক্ষমাকর অপরাধ, পুরাও মনের সাধ, বিনা দরশনে প্রাণী যায়। নিশানা নমুনা নাই, কিরূপে বন্ধুয়া পাই আছে বন্ধু সয়াল জুড়িয়া। ভাবের ভাবিক হইয়া, নিজ নামে ডাকি প্রিয়া দরশন দিবে সে কালিয়া। ছায়ারূপে যার কায়া, […] keyboard_arrow_right
  • শুন শুন সখী সজনী রাই
    শুন শুন সখী সজনী রাই, বল ধনী কমলিনী প্রাণ বন্ধুয়া কুঞ্জে নাই। সখী গো বন্ধু বিনে না লয় মনে ধুড়িয়া না বন্ধু পাই। উচাটন হইল মন চিত্তে ধৈর্য মানে নাই । সখী গো প্রেমে মন অনুক্ষণ জ্বলিয়া হইল ছাই। আন বন্ধু গুণসিন্ধু রূপ দয়াল প্রেম গোসাই। সখী গো জ্বলে জ্বলে প্রেমানলে জ্বলনে বেড়াই। দেখি রঙ্গে […] keyboard_arrow_right
  • শুন সজনী প্রাণধনী বন্ধু আনি
    শুন সজনী প্রাণধনী বন্ধু আনি রাখ প্রাণ আমার বন্ধুয়া কোন স্থান। সখীগো যাওধনী কমলিনী, মথুরায় স্থান। আনপ্রিয়া ফাটেহিয়া উন্মাদিনী হৈল প্রাণ। সখীগো বন্ধু বিনে অদর্শনে গেল কুলমান। কুলমান নিলপ্রাণ হারাইলাম বুদ্ধিজ্ঞান। সখীগো মনোহরা প্রাণচুরা খেলে সর্বস্থান। নাপাই দিশা মন ভরসা অসবেনি শ্যামকুঞ্জস্থান। সখী গো প্রাণিচুরা নাহি মিলে তাহার নিশান। ভ্রমনায়ে ঘুরেফিরে কোনস্থানে নাই তারস্থান। সখীগে […] keyboard_arrow_right
  • শ্যাম সুন্দর হিদ্‌রে মোর কুরঙ্গ নয়নে তোর
    শ্যাম সুন্দর হিদ্‌রে মোর কুরঙ্গ নয়নে তোর। মাইলে মাইলে গো প্রেম শর। না হেরিয়া রূপ তোর প্রাণদহে নিরন্তর। তোষানলে জ্বলে দেহা অদর্শনি হয় তোর। কটাক্ষে জুড়িয়েশর অন্তরে হানিলে মোর। জ্বলনে সর্বাঙ্গ জ্বলে জ্বলে মমান্তর । লাগাইয়ে প্রেমের শর অঙ্গ হৈল ঝর ঝর। জ্বলনে ছটফট হিদরে শ্যামার বিচ্ছেদে মোর। শ্যামরূপে মনোহর লাইগাছে নয়নেতে মোর। অন্বেষিয়ে রূপ […] keyboard_arrow_right
  • শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে
    শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে। মমান্তর দরশনেতে প্রাণ রক্ষা কর। শ্যামের বিরহে মোর বিচ্ছেদে জ্বলে পাঞ্জর, জ্বলেজ্বলে দেহাজ্বলে জ্বলেকুঞ্জ জ্বলন্তর। প্রাণশ্যামা রূপেশ্বর বিদ্যাধরীমনোহর, দেবকি গন্ধর্বজিনি সেতুল্য না আছে নর। নয়নবাণ প্রেমশর বিন্ধিয়াছে মমান্তর। নিলনিল প্রাণনিল দেহাশূন্য করি মোর। লালটে ভাস্কর তোরপ্রাণ হরিনিল মোর । নয়নে অঞ্চল শোভেসুক্ষইন্দু লালধর। বদন গোলাবী তোর লাগাইয়াছে নয়নেতে […] keyboard_arrow_right
  • হায়রে প্রভু অখিলেরনাথ বিরহতে না ছাড়িও
    হায়রে প্রভু অখিলেরনাথ বিরহতে না ছাড়িও মোরে, বিরহেতে না ছাড়িও মোরে। মিনতি করি তোরে, ছাড়িয়া না যাও মোরে দুষ্টভাবে অনিষ্ট জানিয়া। আমাকে ছাড়িলে তুই দেশে দেশে ফিরি মুই বিনা দোষে না চাইলাম ফিরিয়া। সন্ন্যাসীর হইয়া বেশ, আউলাইয়া মাথার কেশ যোগীরূপ করিয়া ধারন। কর্ণেতে কুণ্ডল দিয়া, ভ্রমণেরি বেশ হৈয়া ভ্রমণে করিমু অন্বেষণ । হায়রে কঠিন শ্যাম, […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু গেল মোর রসের যৌবন
    হায়রে বন্ধু গেল মোর রসের যৌবন। না দেখিয়া প্রাণনাথ ব্যাকুল মন।। আইস বন্ধু রসিয়া, কোথায় রহিলায় গিয়া। ডাকি আমি আকুলিত হৈয়া।। নিরলে আসনে বসি ঝুরি আমি কর্মনাশী। আইস বন্ধু চিকন কালিয়া।। ছাড়িয়া না যাও মোরে, বিনয়েতে বলি তোরে। প্রাণঝুরে তোর প্রেম দায়।। আকুলিত হৈল মন দেও আসি দরশন। তোর প্রেমে মোর প্রাণি যায়।। অন্তর দগধে […] keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ