• কুটিলা চলিল গোপীদের ঘরে ডাকিয়া আনিতে সভে
    কুটিলা চলিল গোপীদের ঘরে ডাকিয়া আনিতে সভে। কুটিলা দেখিয়া ব্রজগোপী সব মনে মনে তারা ভাবে।। পৌর্ণমাসি ভালে গোপীর মণ্ডলে সাক্ষাত করে আসি। এত শুনি সভে মনে মনে ভাবে জটিলা নিকটে আসি।। জটিলার ঘরে গোপীগণ আইল তথা। তোমা সভাকারে আমি কব দুঃখের কথা।। গোপী বলে তোমার কথা পারিলাম বুঝিতে। ঘরের কন্দল বটে শুনিব পশ্চাতে।। আমাদের ঘরে […] keyboard_arrow_right
  • কৃষ্ণ লাগি উপায় না রাখ মনে মনে
    কৃষ্ণ লাগি উপায় না রাখ মনে মনে। অবশেষে দিল দেবি সূর্য্যপুজার স্থানে।। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য রসময়। আচমন দিয়া দিল তাম্বুল সঞ্চয়।। সভে মেলি বর মাগ পূজা পূর্ণ হৈল। গলবস্ত্রে জোড় হস্তে হরি হরি বল।। প্রণাম করহ সভে পূজা হৈল সায়। এ গোবিন্দদাস কিছু ইহ রস গায়।। keyboard_arrow_right
  • কেশর মৃত্তিকা আনি অঙ্গে মাখাইল
    কেশর মৃত্তিকা আনি অঙ্গে মাখাইল। শ্যাম অঙ্গ ঘুচিয়া অমনি গৌরাঙ্গিণী হইল বীণাযন্ত্র করে বীণা প্রতি বলে। উচ্চৈঃস্বরে বাজ বীণা রাধা রাধা বলে।। যতনে তোমায় করে ধরিয়াছি বীণে। হারায়েছি রাই যদি পাই তব গুণে।। রাধা রাধা রাধা বলে হয় বীণাধ্বনি। নিকুঞ্জ থেকে শুনে রাধা বিনোদিনী।। কানুর বেণুর মত শ্রবণে শুনি যে। আকুল হইয়া কয় সখিরে চাহিয়ে।। […] keyboard_arrow_right
  • খেলারসে ছিল কৃষ্ণ ছিদামের সনে
    খেলারসে ছিল কৃষ্ণ ছিদামের সনে। হেন বেলে রাধারে পড়িয়া গেল মনে।। ধেনু সঙ্গে নিয়োজিয়া সব সখাগণ। যমুনার ঘাটে গিয়া দিলা দরশন।। ঠাঁই বুঝি বসিলেন কদম্বের তলে। ঘাটের গলায় মালা দান লবার ছলে।। হেন কালে লাস বেশে সাজাইয়া পসরা। সে মথুরার বিকে যায় গোপিকারা।। হের কে দেখ গো বড়াই কদম্বের তলে। যে দেখি সে ঘোর ঘটা […] keyboard_arrow_right
  • গিরি পরিহরি করিলেন শ্রীহরি
    গিরি পরিহরি করিলেন শ্রীহরি। মদনকুঞ্জে মদনমোহন বাজান বাঁশরি।। অসময় রসময় বাজায় বাঁশরি। শুনিয়া অধৈর্য্য হইল ভানু রাজকুমারি।। শ্যামের মুরলি-ধ্বনি শ্রবণে লাগিল। নিবিবন্ধ খসি বস্ত্র নিতম্বে রহিল।। দিবসে বাঁশির গান শুনিয়া শ্রবণে। মণিহারা ফণির মত চাহে সখি পানে।। কে যাবি আমার সঙ্গে শ্যাম দরশনে । সঙ্কেতে বাজিছে বাঁশি সঙ্কেত বিপিনে।। আয় সহচরি বলে হেরি গিয়ে হরি। […] keyboard_arrow_right
  • গুরু গরবিত ধনি নাহি করে ভয়
    গুরু গরবিত ধনি নাহি করে ভয়। ভেটিব নাগর শ্যাম দড়াইল নিশ্চয়।। অভরণ পাড়ি পানি করিল সাজন। গলায় পরিল বাজু হাতের কঙ্কণ।। পায়ের নূপুর কেহ তুলি পার করে। গজমতি হার পরে কটীর উপরে।। কপালের হিরার পাঁতি পায়ে পরে ভালে। ক্ষুদ্র ঘণ্টিকা কেহ পরয়ে কপালে।। কপালে কাজর পরে নয়নে সিন্দুর। ভুলিল সকল গোপী হইল অথির।। আর এক […] keyboard_arrow_right
  • গোঠেরে সাজিল বিনোদিয়া
    গোঠেরে সাজিল বিনোদিয়া। আভীর বালকগণ গায় রামকৃষ্ণগুণ রৈল চাঁদমুখ চাঞা।। আনিন্দিত নন্দরাণী সাজাইয়া যদুমণি নানা আভরণ পীত বাস। রূপ হেরি ব্রজনারী আঁখির নিমিখ ছাড়ি পীয়ে রূপ না যায় পিয়াস।। সে পদপল্লব বিরিঞ্চির দুর্লভ যোগীর ধ্যানে অতি দূর। ভাগ্যবতী নন্দরাণী পাইয়া পরশমণি পায় ধরি পরায় নূপুর।। গোঠে যায় শ্রীহরি চূড়া বাঁধে মন্ত্র পড়ি পীঠে দিল পাটকি […] keyboard_arrow_right
  • চেন বা না চেন তুমি হইয়াছ ভূস্বামি
    চেন বা না চেন তুমি হইয়াছ ভূস্বামি নাম বৃন্দে থাকি ব্রজপুরে। পাঠাইলেন রাই আমারে খতেক খাতক ধরিবারে তাই এলাম যমুনার পারে।। দিয়েছ হে লিখে যত এই দেখ দস্তখত স্বহস্তে লেখা শ্যাম তোমার। তোমার লেখা স্পষ্ট স্পষ্ট জগতে আছয়ে রাষ্ট্র কর দৃষ্টি চক্ষে আপনার।। কর নাকো বরাজোঢ় রাইরাজার হুকুম জোর জোর করি লব বৃন্দাবনে। তেজিয়া মথুরাধাম […] keyboard_arrow_right
  • ছিদামে লইয়া সঙ্গে বিপিনে বিহার রঙ্গে
    ছিদামে লইয়া সঙ্গে বিপিনে বিহার রঙ্গে আমি তখন দুয়ারে দাঁড়ায়ে। মনে করি স্ঙ্গে যাই গুরুজনার ভয় পাই আঁখি রৈল তুয়া পথ চেয়ে।। রন্ধনশালাতে যাই তুয়া বন্ধু গুণ গাই ধোঁয়ার ছলনা করি কান্দি। যখন তোমার পড়ে মনে চাই বৃন্দাবন পানে এলাইলে কেশ নাহি বান্ধি।। মানিক নও মুকুতা নও যে গলায় পরিব হে ফুল হইলে বেশ বনাইতাম। […] keyboard_arrow_right
  • জটিলার ঘরে রঙ্গে শুতি রহু শ্যাম অঙ্গে
    জটিলার ঘরে রঙ্গে শুতি রহু শ্যাম অঙ্গে চমকি উঠিল বিনোদিনী । বিষম সঙ্কট মর শুন শ্যাম সুনাগর গুরুজনা জানিবে এখনি।। হাসিবে সব ঘরে পরে সঙ্কটে পড়িয়া গেলেম মরে অলস তেজিয়া দেখি করে কয়ালিয়া আঁখি ধাইয়া চলিল বনমালী। পরিতে পরিতে বস্ত্র চলি গেল অতি দ্রুত রাই শয্যায় ফেলিয়া মুরলি।। খনেক সময়ে আসি কুটিলা পাইলা বাঁশি প্যারী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ