শ্রীচৈতন্যচন্দ্রের আবির্ভাবের পূর্বেই অমারাত্রির অবসানে অরুণোদয়ের শুভ মুহূর্তে যে পুণ্যশ্লোক পরমভাগবত উচ্চকণ্ঠে হরিনাম-কীর্তনে দেশের কলুষরাশি অপসারিত করিয়াছিলেন, তাঁহারই অতি স্মরণীয় নাম ব্রহ্ম হরিদাস ৷ শ্রীমন্ মহাপ্রভুর দিব্যপ্রকাশের অব্যবহিত মাহেন্দ্রক্ষণে যাঁহার নয়নাসার মাটীর পৃথিবীকে মালিন্যমুক্ত করিয়াছিল,যাঁহার অঙ্গস্পর্শে বাঙ্গালার আকাশ-বাতাস পবিত্র হইয়াছিল, বৈষ্ণব-সাহিত্যে তিনিই ব্রহ্ম হরিদাস নামে সুপরিচিত ৷ ইঁহারই অন্যতর আখ্যা যবন হরিদাস ৷ প্রচলিত বিশ্বাস, […]
keyboard_arrow_right