(তত্ত্ববিচার ও রস-বিশ্লেষণ) বৈষ্ণব পদাবলী রাগানুগ বৈষ্ণব ভক্তগণের সাধনভজনের সহায়, বাংলার প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ কাব্যসাহিত্য ও কীর্তনসঙ্গীতের প্রধান অবলম্বন ৷ এইগুলির উপজীব্য একাধারে ধর্ম, সাহিত্য ও সঙ্গীত, — বাংলার প্রাচীন সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ নিদর্শন ৷ যাঁরা বৈষ্ণব, তাঁদের কাছে পদাবলী একাধারে ভাগবতের মতই ধর্মগ্রন্থ ও সাহিত্য ৷ যাঁরা বৈষ্ণব নন— তাঁদের কাছে অনুরাগমূলক উৎকৃষ্ট কাব্যসাহিত্য ৷ […]
keyboard_arrow_right