• ০১. সাধ্যপ্রেম চন্দ্রিকা
    সদা এই অনুসারে ভাবনা করিয়া। সরসচা তুরী আর আত্ম নিবেদিয়া।। তোমারে ভজনা করে সেই লাভ হয়। তাহারে তোমার কিছু শুভদৃষ্টি হয়।। যাহারে দেখিলে চমৎকার সেই মরে। ইহার বিশেষ কথা কহিব তোমারে।। ইহার প্রমাণ দেখ আছে কুমারিয়া। মাটি ঘরে কিডা মারি রাখএ মুদিয়া।। পূর্ব জন্ম ছাড়ি চমৎকার জন্ম হয়। যেহি মত ভাবে সেহি ত মিলয়।। এতেক […] keyboard_arrow_right
  • ০২. সাধনচন্দ্রিকা
    শ্রীরাধাকৃষ্ণেভঃ নমঃ। সেবা সাধকরূপেণ সিদ্ধরূপেণ চাত্রহি। তদ্ভাব লিপ্সুনা কার্য্যা ব্রজলোকানুসারতঃ।। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। জয় জয় শ্রীগুরুর চরণারবিন্দ। যার কৃপাঞ্জনে ঘুচে ভব কূপ অন্ধ।। সংস্কার দীক্ষা নিয়া মন্ত্র দিয়া শেষে। ভবসিন্ধু পারাইতে করেন উপদেশে।। এমন শ্রীগুরু পদে অনন্ত প্রণাম। যাহার কৃপায় প্রাপ্তি হয় কৃষ্ণধাম।। জয় জয় বৈষ্ণব গোসাঞি পতিত পাবন। যার উপদেশে […] keyboard_arrow_right
  • ০৩. ভক্তি উদ্দীপন
    অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। প্রথমে বন্দিব শ্রীশচীর নন্দন। যাহার কৃপায় জীব পাইল প্রেমধন ।। নিত্যানন্দ গোসাঞি বন্দো অবধৌত বেশে। পাষণ্ডদলন যার নাম সর্বদেশে।। অদ্বৈত গোসাঞি বন্দো সাবধান মনে। যাহার কৃপায় পাইল চৈতন্য চরণে।। শ্রীবীরভদ্র গোসাঞির চরণের রেণু। জীবনে মরণে আর নাহি তুয়া বিনু।। গঙ্গার চরণপদ্ম করি শিরোপরি। শ্রীগুরু চরণ ধূলি ভরসা আমারি।। […] keyboard_arrow_right
  • ০৪. প্রেমভক্তিচিন্তামণি
    অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। শ্রীচৈতন্যমনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকং ।। দান্তো রমাদি শব্দশ্চ যস্যাভা কথ্যতে বুধে। সা দেবি কৃপয়া মহ্যং দদাতি স্বপদান্তিকং ।। শ্রীগুরুচরণপদ্ম বন্দো সাবধানে। প্রেমভক্তি রত্ন ধন পাইবে যার স্থানে।। সংসার তরণ হেতু যে পদ আশ্রয়। কৃষ্ণপদ প্রাপ্তি অজ্ঞান পরাজয়।। এ হেন গুরুর বাক্য হৃদএ […] keyboard_arrow_right
  • ০৫. গুরুভক্তিচিন্তামণি
    শ্রীশ্রীরাধাকৃষ্ণেভ্য নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য ইত্যাদি শ্লোক। প্রথমে বন্দিব গুরু গোবিন্দ চরণ। কৃপা করি জ্ঞান অঞ্জন দিলা যেই জন।। হেন (সব সেবনেতে) ভেদ না রাখিল। জাতি কুল প্রাণধন সব নিবেদিল।। শ্রীগুরুচরণে যার ভক্তি না জন্মিল। সেই অপরাধী লোক তোমারে কহিল।। কৃষ্ণসেবা হইতে ভাই গুরুসেবা মূল । সেবা বিনু কোন বস্তু নহে সমতুল।। আর এক নিবেদন শুন […] keyboard_arrow_right
  • ০৬. নামচিন্তামণি
    শ্রীচৈতন্যমুখোদ্গত হরেকৃষ্ণেতিদ্বিবর্ণকা। মজয়ন্তো জগত প্রেম্নিবিজয়ন্তাং … ।। হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্‌ । কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা।। চেতোদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপণম্‌। শ্রেয়ঃকৈরবচন্দ্রিকাবিতরণং বিদ্যাবধূজীবনম্‌।। আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম্‌। সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসংকীর্ত্তনম্‌।। কৃষ্ণবর্ণংত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গস্তপার্ষদম্‌। যজ্ঞৈঃ সংকীর্ত্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ।। শ্রীমদ্‌গুরুপাদাম্ভোজং হৃদি ম স্ফূরতাং সদা। তচ্ছীধুমতুকৃদ্ভূঙ্গৈর্জনৈঃ সঙ্গোস্তমেহানিসং ।। জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য গৌরধাম। জগত তরিল যিহোঁ দিয়া হরিনাম।। আপনে লইয়া নাম […] keyboard_arrow_right
  • ০৭. গুরুশিষ্য-সংবাদ
    নির্ণয়সাধ্যং বহুসাধনানি কুর্ব্বন্তি বিজ্ঞা পরমাদরেণ। শ্রীরূপপাদাব্জ রজৌভিষেকং ব্রতঞ্চ এতৎ মম সাধনানি।। এই মত গুরুশিষ্য একত্র বসিঞা। প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হঞা।। শিষ্য নিবেদন করে শ্রীগুরু গোসাঞি। সুনিয়ম যে করিল শ্রীদাস গোসাঞি।। তাহা যে শুনিতে মোর হরিষ অন্তরে। সাধন নির্ণয় সেই কহিবা আমারে।। শিষ্যের বচন শুনি গুরু মহাশয়। কহিতে লাগিলা কিছু সাধন নির্ণয়।। শুন শুন ওহে […] keyboard_arrow_right
  • ০৮. উপাসনাতত্ত্বসার
    নমামি গৌরচন্দ্রং তং নিত্যানন্দং তৎপরং । অদ্বৈত শ্রীনিবাসাং চ গৌরভক্তগণাং স্তথা।। প্রণমহুঁ গুরুদেব শ্রীপাদকমল। যার কৃপালেশে হয় কৃষ্ণ প্রাপ্তি বল।। এমন শ্রীগুরু পায় সদা করি ধ্যান। কৃপার ইঙ্গিতে খণ্ডে সকল অজ্ঞান।। শ্রীগুরু চরণ ধ্যান শ্রীগুরু সেবন। শ্রীগুরু চরিত্র নিত্য শ্রবণ কীর্তন।। নিজগ্রন্থে শ্রীযুত রূপ মহাশয়। প্রথমে শ্রীগুরু ধ্যান লিখিল নিশ্চয়।। তত্রৈব শ্রীগুরুধ্যানং শ্রীমন্মঞ্জনপাদপঙ্কজ যুগং সৎশাস্ত্রকাসারজং। […] keyboard_arrow_right
  • ০৯. স্মরণমঙ্গল
    অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।। প্রথমে বন্দিব গুরু গোবিন্দ চরণ । যার কৃপালেশে হয় বাঞ্ছিত পূরণ।। অন্ধতা ঘুচয়ে সার করুণা অঞ্জনে। অজ্ঞান তিমির নাশ করায় যেই জনে।। তবে বন্দো সাবধানে বৈষ্ণব যার নাম। এ তিন লোকের পূজ্য দয়া গুণধাম।। তবে বন্দো ভক্তবৃন্দ রসিক যার হিয়া। বিকাইলু কিন মোরে পদরেণু দিয়া।। অদ্বৈত গোসাঞি […] keyboard_arrow_right
  • ১০. বৈষ্ণবামৃত
    শ্রীশ্রীবৈষ্ণবেভ্যঃ নমো নম। আনন্দে বলহ কৃষ্ণ ভজ বৃন্দাবন। ঠাকুর বৈষ্ণবের পায়ে মজাইয়া মন।। বৈষ্ণব ঠাকুর বড় করুণার সিন্ধু। ইহলোক পরলোক দুই লোকের বন্ধু।। বৈষ্ণব জানিতে নারে দেবের শকতি। কেমনে জানিব মুঞি শিশু অল্প মতি।। বৈষ্ণবের গুণ শুনি অপার মহিমা। আপনে না পারে প্রভু দিতে যার সীমা।। বৈষ্ণব দেবতা মোর বৈষ্ণব ধিআন। বৈষ্ণব ঠাকুর মোর বৈষ্ণব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ