• রূপে গুণে যৌবনে গুণবতী নারি
    রূপে গুণে যৌবনে গুণবতী নারি। কাঞ্চনকাঁতি বরণ ভেল কারি।। বুঝয়ি না পারিয়ে বয়নক বোল। কন্ঠগতাগতি জীবনহিলোল।। এ হরি এ হরি জগ ভরি লাজ। তোহে না সমুঝিয়ে ঐছন কাজ।।ধ্রু।। কেহু কেহু রাইক কোরে অগোর। কেহু জল দেই কেহু চামর ডোর।। কত পরবোধব মরম না জানি। লিখন লিখয়ে যৈছে পানিক পাণি।। আর কত কত ধনি অবিরত রোই। […] keyboard_arrow_right
  • রূপে যে দিয়াছে নয়ন
    রূপে যে দিয়াছে নয়ন, সে জেনেছে ব্রহ্মাণ্ড-মাঝে গুরুরূপে নিরঞ্জন। জেনে শুনে সঁপেছে সে গুরুপদে দেহমন। তার মন হয়েছে ফুলের জ্যোতি,মধুর রতি উপার্জন। মধুর লোভে গুরু করে আত্মার সঙ্গে সম্মিলন।। তার হৃদয় মাঝে গুরু রাজা, গুরু প্রজা সর্বক্ষণ। পূজা ক’রে প্রাপ্তি করে নিত্য মধুর বৃন্দাবন।। সে নিত্যসেবায় বর্ত থেকে করছে প্রেমের আস্বাদন। সে যজ্ঞে অযোগ্য হ’য়ে […] keyboard_arrow_right
  • রূপেতে ভ্রমরা গুণে ননীচোরা
    রূপেতে ভ্রমরা গুণে ননীচোরা বিভব ধবলি বসতি গাছে। জাতিতে গোয়াল রাখ ধেনুপাল রাখালিয়া মতি কভু না ঘোচে।। হেদে হে ত্রিভঙ্গ ছার রসরঙ্গ কেন কোলাহল করিছে মিছে। যদি কর গোল শিরে ঢালি ঘোল দিব প্রতিফল বুঝিবে পাছে।। যদি চাহ ভাল ওহে চিকণ কাল ঘনায়ে ঘনায়ে এসো না কাছে। কহে যদুনাথ মথুরার নাথ জান নাকি রাজা কংস […] keyboard_arrow_right
  • রূপের অনুগা হৈয়া রাধাকৃষ্ণ ভজ যায়
    রূপের অনুগা হৈয়া রাধাকৃষ্ণ ভজ যায়।। ছাড় অন্য কার্য্য অভিলাষ।। লক্ষ চৌরাশি যোনি ভ্রমণ কৈরাছ তুমি এবার পায়্যাছ ভাল দেহ। নহে কর ধর্মাধর্ম নহে যেন পুন জন্ম সাধুসঙ্গে কৃষ্ণ ভজি লেহ।। রাধাকৃষ্ণ কর আশ ছাড় অন্য অভিলাষ … … কর আগে। তবে থাকে পঞ্চ প্রাণ কৃষ্ণ পদে কর দান গোবিন্দ ভজহ অনুরাগে।। তবে যে প্রকট […] keyboard_arrow_right
  • রূপের নিছনি যাই
    রূপের নিছনি যাই। রসিয়া নাগর বন্ধু কি দিলে জূটাই। ধু যবে ধরি দেখিয়াছি নাগর সুন্দর মনসিজে তনু প্রণ কৈল জর জর। তরুয়া কদম্ব তলে মোহন ভঙ্গিমা নানা রবে পূরে বাঁশী দিতে নাহি সীমা। কহে সৈয়দ আইনুদ্দিন পূরিব আরতি শাহ আকবরের পদে করএ ভকিত keyboard_arrow_right
  • রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দীশালে
    রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দীশালে বিষাদ ভাবয়ে মনে মনে। রূপেরে করুণা করি ত্রাণ কৈল গৌরহরি মো অধমে না কৈলা স্মরণে।। মোর কর্ম্ম দোষফাঁদে হাতে পায়ে গলে বান্ধে রাখিয়াছে কারাগারে ফেলি। আপনে করুণা পাশে দৃঢ় করি ধরি কেশে চরণ নিকটে লেহ তুলি।। পশ্চাতে অগাধ জল দুই পাশে দাবানল সম্মুখে সাঁধিল ব্যাধ বাণ। কাতরে হরিণী ডাকে পড়িয়া […] keyboard_arrow_right
  • রে কালিয়ার কানু নাগরের পীরিত ছাড়ে
    রে কালিয়ার কানু, নাগরের পীরিত ছাড়ে হাতে ধর বেণু, অরি সনে বনে যাও ধেনু তোমার সঙ্গে, অষ্ট অলংকার পরা আছে তোমার অঙ্গে। (রে কালিয়ার কানু) ধেনু বেণু অলংকার রাখিয়ে কানাই, কাম সাগরে ঝাম্প দিল খেলিবারে লাই। (রে কালিয়ার কানু) খেলনাতে মত্ত হয়ে বেলা হ’ল শেষ, অনুরাগে উঠল বধূ আলো শিরের বেশ। বেশরবাঁশী যথা ছিল নাপায় […] keyboard_arrow_right
  • রে কুটিলে দেখা আমায় এত নয় নীলমণি
    রে কুটিলে দেখা আমায় এত নয় নীলমণি। হেরি প্রত্যক্ষেতে নিকুঞ্জেতে শম্ভুহৃদয়বাসিনী।। রাধারে অসিত জ্ঞান সদা কর মনে। কালি-পদ পূজে রাই আসিয়া নির্জ্জনে।। করিতে কুম্ভের তত্ত্ব পেলেন পরামর্শ। সতি সাধ্য রাই আমার হলেম রাই হতে কৃতার্থ। আর যদি কলিঙ্কিনি বলহ রাধার। খড়্গেতে কাটিয়া মাথা দিব জয় মার।। খরসান দেখি ধনি উড়িল পরাণ। স্তব সাঙ্গ করি গৃহে […] keyboard_arrow_right
  • রে প্রাণধন কালা তোমার পিরীতে বিষম জ্বালা
    রে প্রাণধন কালা, তোমার পিরীতে বিষম জ্বালা অপার মহিমা তোর লীলা। প্রেমে জ্বলে হিয়া মোর, না দেখিয়া রূপ তোর বিনয়েতে ডাকিরে তোমায়। ক্ষমাকর অপরাধ, পুরাও মনের সাধ, বিনা দরশনে প্রাণী যায়। নিশানা নমুনা নাই, কিরূপে বন্ধুয়া পাই আছে বন্ধু সয়াল জুড়িয়া। ভাবের ভাবিক হইয়া, নিজ নামে ডাকি প্রিয়া দরশন দিবে সে কালিয়া। ছায়ারূপে যার কায়া, […] keyboard_arrow_right
  • রে রে পরম প্রেমসজনী
    রে রে পরম প্রেমসজনী নয়ন গোচর কোন দিন জানি নাহ নাগর গুণক আগর কলাসাগর রে। সবহুঁ পিয়া মঝু কহি পাঠাওব কর মাহা জনু চাঁদ পাওব সকল দূখন তেজি ভূখণ সমক সাজব রে।। লাজে নত ভয়ে নিকটে আওব রসিক ব্রজপতি হিয়ে সম্ভায়ব কামকৌশল কোপ-কাজর তবহুঁ রাজব রে। কবহুঁ কোকিল কূজন কুহু কুহু কবহুঁ কপোত কণ্ঠরব মুহু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ