• শুন সুনাগরী রাই
    “শুন সুনাগরী রাই। তোমার মহিমা এ রস মাধুরি সদা মুরলীতে গাই।। সদা লই নাম অতি অনুপাম করে নিশি দিশি জপি । রাধা নাম দুটি প্রেমের অঙ্কুর আপন হৃদয়ে রোপি।। উঠিতে বসিতে আন নাহি চিতে নিরন্তর তোমা দেখি। চান্দের লালসে যেমন চকোর তেমতি বসিয়া থাকি।। তেন মোর মন লুব্ধ চকোর পরাণ তোমার পাশে। মনমথ হাতী অঙ্কুশ […] keyboard_arrow_right
  • শুন সুনাগরী রাই
    শুন সুনাগরী রাই। তোমার মহিমা এ রস-চাতুরী সদা মুরলীতে গাই।। সদা লই নাম অতি অনুপাম করে নিশি দিশি জপি। রাধা নাম দুটি প্রেমের অঙ্কুর আপন হৃদয়ে রোপি।। উঠিতে বসিতে আন নাহি চিতে নিরন্তর তোমা দেখি। যেন সে চাঁদের চকোর লালসে সদাই বসিয়া থাাকি।। তেন মোর মন লুবধ চরিত পরাণ তোমার পাশে। মনমথ হাতী অঙ্কুশ না […] keyboard_arrow_right
  • শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো
    শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠিল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের প্রিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়া থাকহ যেখানে কানু। হেথা কেন তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • শ্যাম কি কৈর্বে তোর পিরীতে
    শ্যাম কি কৈর্বে তোর পিরীতে। পারলি না মোর মর্জি ধরাইতে।। ধু হাসি হাসি প্রেম করিলা আসি ব্রজেতে। লাল্‌ছি দি যৌবন লুটিআ রৈলা মধুপুরতে। পুরুষের কপট মায়া না পারি বুঝিতে। ফাঁকি দিআ গেল মোরে চন্দ্রাবলীর কুঞ্জেতে।। নারীর মরম তুমি না পার রাখিতে । প্রেম পসরা লুট্যা চোরা আর আইসে না ব্রজেতে।। রাখাল জাতির এমনি ধারা বুঝিলাম […] keyboard_arrow_right
  • শ্যাম বিনে বাঁচে না আর অবলার প্রাণ
    শ্যাম বিনে বাঁচে না আর অবলার প্রাণ। আর আইসে না কালাচান্দ।। ধু নিত্য নিত্য বাজাই বাঁশী হর‍্যাছে অবলার প্রাণ। পিরীত করি ছাড়্যা গেল সে বড় নিঠুর শ্যাম।। বংশীবদন মদনমোহন কোথাএ রৈল মোর কালাচান্দ। কুলের বধুএ আকুল কৈল ধৈরয ন মানে প্রাণ।। শ্রীকমরআলী কহে প্যারী না করিয় অভিমান। আসিব তোর কালাচান্দ পূরাবে তোর মনস্কাম।। keyboard_arrow_right
  • শ্যাম এই আছিল তোর মনেতে
    শ্যাম এই আছিল তোর মনেতে। ত’কেনে প্রেম কৈলা গোপতে।। ধু জাতি কুল মান গেল শ্যামের পিরীতে। তোর পিরীতে কলঙ্কিনী হৈলুম জগতে।। যে খণে গেলা বৃন্দাবনে ধেনু চরাইতে। বংশীর স্বরে প্রেম বাণ হান্যাছ মোর বুকেতে।। বিরহিণী একাকিনী থাকি ব্রজেতে। কারে ভাবে ভুল্যাছ মোরে নাই গো তোমার মনেতে। কাঙ্গালিনী কৈলা মোরে ব্রজ কুলেতে । গোপাল জাতির এমনি […] keyboard_arrow_right
  • সভারে বিদাঅ করি নন্দঘোস
    সভারে বিদাঅ করি নন্দঘোস জতেক গোপের নারী। যথাযোগ্য লোক তেন দিআ সুখে বস্ত্র অলঙ্কার ভারি।। গোপগণ জত লাখ লক্ষ কত সভারে বিদাঅ করি। আনন্দ-সায়রে ভাসেন সভাই বিহরে গোলোক -হরি।। এই মত দিন দিনে দিনে বাড়ে নন্দ-দুলালিআ কানু। হরস বদনে নন্দরাণী মুখ হেরয়ে শ্যামল তনু।। জেমত অমিআ সায়রে ভাসল আনন্দে নাহিক ঔর। পুত্র-মুখ হেরি গৃহ কৃত্য […] keyboard_arrow_right
  • সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি
    সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি আইল এ গর্গমুনি। দেখি নন্দ * * হইল সন্তোস বাহির হইলা রাণি।। মুনিরে দেখিয়া করিলা প্রণাম ভূমেতে অষ্টাঙ্গ হয়্যা। মধু * * * * কহে পুনঃ পুনঃ দিলা কুসাসন লঞা।। বসি গর্গমুনি– “সুন নন্দরাণি, দেখিয়ে নন্দন তোর । * * * * * কি দেখিএ কেমত চিত সুখি হউ মোর।।” […] keyboard_arrow_right
  • হাএরে মরি রে প্রেমের যন্ত্রণা
    হাএরে মরি রে প্রেমের যন্ত্রণা। আর পিরীতি কৈর্ব না ।।ধু পিরীত করি কূল মজাইল তাহ নারী বুঝিলাম না। সাদরে বাড়াইলাম পিরীত প্রেম জ্বালাএ প্রাণ বাঁচে না।। অবলা গোপালের মাইআ প্রেম জ্বালাএ প্রাণ বাঁচে না। শাশুড়ী ননদী বসি সদাএ করে গঞ্জনা।। কূলের বধূ আকূল কৈল সে কি জানে মন্ত্রণা। জাতি কূল মান গেল গোকুলে রৈল ঘোষণা।। […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ