• ১১ অষ্টকালীয় নিত্যলীলা
    শ্রীমন্‌ মহাপ্রভুর মতানুবর্তী আচার্যগণ শ্রীরাধাকৃষ্ণ লীলা স্মরণ মনন জন্য যে লীলা ক্রমের অনুসরণ করিয়াছিলেন, তাহাই অষ্টকালীয় নিত্যলীলা নামে পরিচিত ৷ শ্রীকৃষ্ণাহ্নিক কৌমুদী, স্মরণ মঙ্গল, শ্রীগোবিন্দ লীলামৃত প্রভৃতি গ্রন্থ হইতে তাঁহারা এই ক্রম গ্রহণ করিয়াছিলেন ৷ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী সঙ্কলিত ক্ষণদা গীত চিন্তামণি বৈষ্ণব কবিগণের রচিত পদাবলীর সংকলন গ্রন্থ ৷ চক্রবর্তী মহাশয়ের পূর্বেই সংস্কৃত ভাষায় রচিত […] keyboard_arrow_right
  • ১২ কীর্তনের আখর
    রবীন্দ্রনাথ একদিন কথা-প্রসঙ্গে শ্রীমান্‌ দিলীপ রায়কে বলিয়াছিলেন — “কীর্তনের আখর কথার তান ৷” আখরের ইহা অপেক্ষা উৎকৃষ্ণ ব্যাখ্যা আছে বলিয়া আমি জানি না ৷ অভিজ্ঞ কীর্তনীয়ার কীর্তন যিনি শুনিয়াছেন, তিনিই আখরের মাধুর্য উপভোগ করিয়াছেন ৷ আখর পদাবলী-সাহিত্যের অন্তর্নিহিত রস-ভাণ্ডারের কুলুপ খুলিবার কুঞ্চিকা ৷ আখরকে পদের ব্যাখ্যা বলিলে আসল কথাটাই যেন বলা হয় না ৷ পদে […] keyboard_arrow_right
  • ১৩ কীর্তনে বৈচিত্র্য ও বিবর্তন
    বাঙ্গালায় শ্রীরাধাগোবিন্দের তথা শ্রীগৌরচন্দ্রের নাম, লীলা ও গুণকীর্তনের ধারা আজিও প্রবহমান ৷৷ স্রোত মন্দীভূত হইয়াছে, কিন্তু বিলুপ্ত হয় নাই ৷ খ্রীষ্টীয় ষোল শতকের মাঝামাঝি সময়ে— সম্ভবতঃ তৃতীয় পাদে, খেতরী গ্রামে একটি বিরাট্‌ উৎসব অনুষ্ঠিত হয় ৷ শ্রীল নরোত্তম ঠাকুরের অভিপ্রায়-মত তাঁহার পরমাত্মীয় (রাজা) শ্রীমান্‌ সন্তোষ এই উৎসবের সমগ্র ব্যয়ভার বহন করেন ৷ উৎসবের নেত্রী ছিলেন […] keyboard_arrow_right
  • ১৪ ঢপ-কীর্তন
    মুর্শিদাবাদ জেলায় তালিবপুর গ্রামে (ইস্টার্ন রেলপথের সালার স্টেশনের নিকট) প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে একজন ব্রাহ্মণ বাস করিতেন ৷ তাঁহার মামার বাড়ি ছিল বেলডাঙ্গা গ্রাম (ইস্টার্ন রেলপথের নিকট)৷ মাতুলের সন্তানাদি ছিল না ৷ প্রাণকৃষ্ণ মাতুলের উত্তরাধিকারীস্বরূপ বেলডাঙ্গায় আসিয়া বাস করেন এবং তাঁহার সম্পত্তি-সহ -দেবসেবা ও বহুশিষ্য প্রাপ্ত হন ৷ গুরুগিরি করিতেন, তাই লোকে তাঁহাকে অধিকারী বলিত ৷ […] keyboard_arrow_right
  • ১৫ বৈষ্ণব পদাবলী
    আধুনিক পণ্ডিতগণের মতে ভারতীয় সাহিত্য সর্বপ্রথম সঙ্গীতেই অভিব্যক্ত হইয়াছিল ৷ ইঁহারা উদাহরণস্বরূপ পৃথিবীর সর্বপ্রাচীন সাহিত্য বেদমন্ত্রের উল্লেখ করেন ৷ ঋষিগণ বেদমন্ত্র গান করিতেন ৷ যে ‘সহিত’ হইতে সাহিত্য শব্দটি নিষ্পন্ন হইয়াছে, সঙ্গীতেই সেই সহমিলনকে নিকটবর্তী করিয়া আনিয়াছিল ৷ কণ্ঠ-সঙ্গীতেই সাহিত্যের প্রথম প্রকাশ ৷ সুর পরিমার্জিত ও শ্রেণীবদ্ধ হইলে পরে তালের সৃষ্টি হইয়াছিল ৷ যন্ত্র-সঙ্গীতের সহযোগিতা […] keyboard_arrow_right
  • ১৬ শ্রীঅদ্বৈতাচার্য
    ভক্তিকল্পতরুর প্রথম অঙ্কুর, পঞ্চম পুরুষার্থের প্রথম সূত্রধার শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ৷ বাঙ্গালার প্রথম কীর্তনীয়া, শ্রীহরি-কীর্তনের প্রথম গায়ক শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ৷ তাঁহার নিকট মন্ত্রদীক্ষা গ্রহণ পূর্বক যাঁহারা লোককল্যাণব্রতে উদ্বুদ্ধ হইয়াছিলেন তাঁহাদের অগ্রগণ্য পথিকৃৎ হইলেন শ্রীঅদ্বৈত আচার্য ৷ বৈষ্ণবের নাম-গণনায় শ্রীমন্‌, মহাপ্রভু শঙ্কর-চতুরানন হইতেও যাঁহাকে অধিক সম্নান দান করিতেন, সেই শান্তিপুর-পুরন্দরের পুণ্যচরিত সংক্ষেপে বিবৃত করিতেছি ৷ […] keyboard_arrow_right
  • ১৭ ব্রহ্ম হরিদাস
    শ্রীচৈতন্যচন্দ্রের আবির্ভাবের পূর্বেই অমারাত্রির অবসানে অরুণোদয়ের শুভ মুহূর্তে যে পুণ্যশ্লোক পরমভাগবত উচ্চকণ্ঠে হরিনাম-কীর্তনে দেশের কলুষরাশি অপসারিত করিয়াছিলেন, তাঁহারই অতি স্মরণীয় নাম ব্রহ্ম হরিদাস ৷ শ্রীমন্‌ মহাপ্রভুর দিব্যপ্রকাশের অব্যবহিত মাহেন্দ্রক্ষণে যাঁহার নয়নাসার মাটীর পৃথিবীকে মালিন্যমুক্ত করিয়াছিল,যাঁহার অঙ্গস্পর্শে বাঙ্গালার আকাশ-বাতাস পবিত্র হইয়াছিল, বৈষ্ণব-সাহিত্যে তিনিই ব্রহ্ম হরিদাস নামে সুপরিচিত ৷ ইঁহারই অন্যতর আখ্যা যবন হরিদাস ৷ প্রচলিত বিশ্বাস, […] keyboard_arrow_right
  • ১৮ শ্রীবাস পণ্ডিত
    প্রেমবিলাসের মতে শ্রীবাসের পিতার নাম জলধর পণ্ডিত ৷ জলধরের পাঁচটি পুত্র — নলিন, শ্রীবাস,শ্রীরাম, শ্রীপতি ও শ্রীনিধি ৷ নলিন পণ্ডিতের কন্যা নারায়ণী ৷ সুবিখ্যাত শ্রীবৃন্দাবন দাস নারায়ণীর গর্ভেই জন্মগ্রহণ করেন ৷ বৃন্দাবনের পিতার নাম বৈকুণ্ঠনাথ ৷ শ্রীবাসের পূর্ব নিবাস শ্রীহট্ট ৷ শ্রীবাসের গৃহই শ্রীগৌরাঙ্গের প্রথম লীলাক্ষেত্র ৷ শ্রীবাস গৃহেই তাঁহার প্রথম প্রকাশ ৷ গয়া প্রত্যাগত […] keyboard_arrow_right
  • ১৯ শ্রীমহাপ্রভু
    দীর্ঘ তিন শত বৎসরের পরাধীনতা ৷ এমন এক দুর্ধর্ষ জাতি বাঙ্গালা অধিকার করিয়াছে যাহাদের ভাষা পৃথক, ধর্ম পৃথক; অশনে বসনে, আচারে ব্যবহারে ও দয়াধিকারে যাহারা একেবারেই বাঙ্গালীর বিপরীতধর্মী ৷ দেশে তাহারা স্থায়ী আসন প্রতিষ্ঠিত করিয়াছে ৷ বাঙ্গালী জাতির জীবনীশক্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হইয়া আসিতেছে ৷ সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়াছে ৷ যাহাদের দেশ, যাহারা ছিল দেশের […] keyboard_arrow_right
  • ২০ শ্রীপাদ নিত্যানন্দ
    প্রায় পাঁচ শত বৎসর গত হইয়া গেল, দেশে যে সমস্যা উদ্ভূত হইয়াছিল, আজিও তাহার নিরসর হয় নাই ৷ বরং সে দিনের অপেক্ষা আজিকার সমস্যা আরো জটিল, সমাধানের পথ আরো বিঘ্নবহুল— বাধাসঙ্কুল; অবস্থা সমধিক শোচনীয় ৷ তুর্কীগণ অল্পদিন হইল এ দেশে আসিয়াছে, কিন্তু এই অল্পদিনের মধ্যেই নবাগত বৈদেশিক সভ্যতা, আচার, ব্যবহার দেশকে উদ্‌ভ্রান্ত করিয়াছে, দেশবাসী ভোগবিলাসের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ